ধন্যবাদ দাসপুর পুলিশ, ৪০ দিন পর বাবার কাছে ফিরল ছেলে

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: লরির খালাসির কাজ করত বিহারের যুবক। চালক তাঁকে রাস্তায় ছেড়ে পালায়। বাড়ি ফেরা হয়নি সেই যুবকের। এদিক ওদিক ঘুরে ঘুরে ভবঘুরে হয়ে গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরার আশা ছেড়েই দেন যুবক। কোনওক্রমে দাসপুর পুলিশের হাতে এসে পড়েন তিনি। আজ শনিবারের বারবেলায় সেই যুবক ফিরে পেলেন তাঁর পরিবার। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কয়েকদিন ধরে দাসপুর এলাকায় ঘোরাঘুরি করছিলেন এক যুবক, দাসপুর পুলিশের কর্তব্যরত অফিসার তাঁকে উদ্ধার করে থানায় আনেন। পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যুবকের নাম চন্দনকুমার যাদব, বাড়ি বিহারে। দাসপুর পুলিশ বিহার পুলিশে যোগাযোগ করেছিলেন এই চন্দনকে তাঁর বাড়িতে ফিরিয়ে দিতে। আজ শনিবার চন্দনের বাবা রবীন্দ্র যাদব ছেলে চন্দকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে সমস্ত নথি নিয়ে দাসপুর পুলিশে এসেছিলেন। সমস্ত নথি খতিয়ে দেখে দাসপুর পুলিশ রবীন্দ্রবাবুর হাতে তাঁর হারিয়ে যাওয়া ছেলেকে তুলে দেয়। দাসপুর পুলিশকে ধন্যবাদ জানাবার ভাষা খুঁজে পাচ্ছিলেন না বাবা। রবীন্দ্রবাবু জানান, তাঁর ছেলে প্রায় ৪০ দিন ধরে নিখোঁজ ছিলেন। অন্যদিকে ছেলে চন্দন জানান, তিনি ট্রাকের খালাসির কাজ করেন। ট্রাক থেকে নেমে আর ট্রাক খুঁজে পাননি। বাড়িও ফিরতে পারেননি। ঘুরে ঘুরে এই দাসপুর এলাকায় এসেছিলেন। পুলিশ তাঁকে উদ্ধার করে বাবার কাছে ফিরিয়ে দিল।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।