দাসপুরের ক্লাবের আক্ষেপ নজরে আসতেই ক্লাবের পাশে দাঁড়ালেন ঘাটালের সাংসদ দেব

স্থানীয় সংবাদে দাসপুরের রাজনগরের রাজনগর ইয়ং স্পোর্টিং ক্লাব সদস্যদের আক্ষেপের খবর প্রকাশ পেতেই সে খবর গিয়ে পৌঁছে গেল ঘাটালের সাংসদ দেবের কাছে। খবর দেখে রাজনগর ইয়ং স্পোর্টিং ক্লাবে তড়িঘড়ি পৌঁছেল গেল চাল ১ কুইন্ট্যাল,আলু ৫০ কেজি ডাল ১০ কেজি,কুমড়ো ২০ কেজি,তেল ৫ কেজি সোয়াবিন ২ কেজি এবং আরও কিছু রান্নার সামগ্রী। বৃহস্পতিবার সন্ধ্যেতে দেবের পক্ষে রামপদ মান্নার প্রেরিত এই সামগ্রী নিয়ে রাজনগর ক্লাব প্রাঙ্গণে হাজির হয়েছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর।

দেবের এই উদ্যোগে আপ্লুত ক্লাবের সদস্যরা। ক্লাবের সম্পাদক জগন্নাথ মণ্ডল জানান,আমাদের আর কোনো আক্ষেপ নেই। আমরা আরও উৎসাহ পেলাম।

উল্লেখ্য আজ বৃহস্পতিবারই এই ক্লাবের একটিবখবর আমরা প্রকাশ করি। সেই খবরে ক্লাব সদস্যরা আক্ষেপ করেছিলেন,লাগাতার ১৪ দিন ধরে তাঁরা এলাকার কোয়ারেনটাইনে থাকা মানুষদের দুবেলা খাবার পরিবেশন করেলো প্রশাসনের তরফে তাঁরা কোনো সহযোগিতা পাননি। এমনকি স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকেও তাঁদের এই মহান কাজে সহযোগিতা করা হয়নি।

সে খবরই পৌঁছয় সাংসদ অভিনেতা দেবের কাছে। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না জানান,দেব তাঁকে এই সব সামগ্রী ক্লাবের হাতে তুলে দিতে বলেন। আর সেই সামগ্রী নিয়ে ক্লাবে এলেন বিকাশ বাবু। ক্লাবের এই ছোট্ট ভাবাবেগকেও সাংসদ দেব আমল দিলেন এতেই খুশি ক্লাব সদস্যরা। ক্লাবের কার্যকরী সভাপতি রাজ কুমার আলু বলেন,এই সামগ্রীতে হয়তো আরও ১০ দিন রান্না হবে কিন্তু তার পরেও আমাদের মনে বল থাকবে প্রশাসন আমাদের পাশে আছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!