ওরা ছিল বলে এই যাত্রায় রক্ষা!রাজনগরে সিভিকদের রাত পাহারা সার্থক

কর্তব্যরত সিভিকদের তৎপরতায় চুরির হাত থেকে রক্ষাপেল দাসপুর থানার রাজনগর বাজারের এক ভূষিমালের দোকান। বৃহস্পতিবার রাতপাহারায় থাকা সিভিকরা জানান,টহল দেওয়ার সময় রাত প্রায় ২টা নাগাদ তাঁদের নজরে আসে রাজনগর পূর্ব বাজারের রাজারপুকুর মোড়ে এক ভূষিমাল দোকানের মূল সাটারের পাশের সাটার খোলা।

সিভিকরা ভাবে হয়তো চুরি চলছে। তাই হাতের সামনে থাকা কয়েকটি ইঁট হাতে নিয়ে বাঁশি বাজাতে থাকে তারা। কয়েক মিনিটের অপেক্ষায় সাটারের মধ্যে ঢুকে যায় তারা,দেখে জিনিসপত্র সব ঠিকঠাকই আছে।

দোকান মালিককে ফোনে ডেকে বিষয়টি জানালে ওই রাতে সে দোকানে পৌঁছে সাটারে চাবি দেয়। দোকানমালিক জানান,রাতে দোকান বন্ধের সময় ভুল বসত তিন মূল সাটারের পাশের সাটার চাবি দিতে ভুলে গেছিলেন। এই ঘরেও বেশ কয়েক হাজার টাকার জিনিসপত্র ছিল। তিনি বলেন, সিভিকদেরকে আমি কীভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছিনা। আমার বহুটাকার ক্ষতি হয়ে যেত।

উল্লেখ্য,এই লকডাউন পরিস্থিতিতে বাজার কমিটিও রাত পাহারা বন্ধ রেখেছে,তারই মাঝে দিনভর করোনায় লকডাউনে অতিরিক্ত ডিউটির পর রাতভর বাজার পাহারা। কর্তব্যপরায়ণ সিভিকরা চোখের পাতা এক না করে রাতেও তারা সুবিশাল রাজনগর বাজার পাহারায় যে অতন্দ্র প্রহরী তা আবারও প্রমাণিত।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!