দাসপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুর অন্নপ্রাশন করা হল

সৌমেন মিশ্র: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুর অন্নপ্রাশন করা হল। আজ ২৩ আগস্ট দাসপুর-২ ব্লকের জয়রামচক

 

উত্তর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওই গ্রামের সর্বানন্দ সামন্ত ও সাথী সামন্তের কন্যা সায়নীর অন্নপ্রাশন করা হয়। সায়নীকে এদিন সকালে বাড়ি থেকে সেন্টারে এনে নতুন পোশাক ও চন্দনের ফোঁটা পরানো হয়। এদিন সায়নীর জন্য মেনু ছিল সুজির পায়েস ও মিষ্টি। ওই সেন্টারের দিদিমণি লীলাবতী বেরা সায়নীকে পায়েস ও মিষ্টি খাওয়ান।
শুধু সায়নী নয়, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুয়ায়ী এবার থেকে ৬ মাস থেকে ৯মাস বয়সী প্রত্যেক শিশুরই অন্নপ্রাশন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালন করা হবে। সেই নির্দেশাবলীর প্রতিফলন সায়নীর অন্নপ্রাশন। প্রশাসনের বক্তব্য, যেসব শিশুর বয়স ৬ মাস হয়ে যায় তাদের শুধু মাতৃদুগ্ধে পুষ্টি সম্পূর্ণ হয় না। সেক্ষেত্রে স্বাভাবিক বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় আধা শক্ত খাবারের প্রয়োজন থাকে। শিশুদের সুষ্ঠু বিকাশের জন্য পরিপূরক খাবার দেওয়া উচিত এই ধরনের সচেতনতা গ্রামের দিকে মানুষের কম থাকে। তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে এবার সেই ধরনের সচেতনতা বৃদ্ধির জন্য এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই দিবস প্রত্যেক মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের শুক্রবার পালন করবে।
শিশুর পরিবারকে উৎসাহ দিতে সেই জন্য অনুষ্ঠান করে অন্নপ্রাশন পালন করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের গাইডলাইনে বলা হয়েছে ৬ থেকে ৯ মাস বয়স হতে যাচ্ছে এমন শিশুদের তালিকা আগে থেকেই তৈরি করে রাখতে হবে। অন্নপ্রাশনের দিনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংশ্লিষ্ট প্রসূতি বা তার স্বামী ও শাশুড়িকে আমন্ত্রণ জানাতে হবে। বিশেষভাবে ওই দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেন্টারে সায়নীর অন্নপ্রাশনে খুশি সায়নীর বাবা-মা সহ সকলেই।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!