খোঁজো না আমায় –সুমিতা মোদক, বেলিয়াঘাটা, দাসপুর, পশ্চিম মেদিনীপুর

ঝরা পাতা, শুকনো ফুল, কেন হয় এমন
মন যেন অবিরত, খোঁজে সুন্দর সুজন!
শুকিয়ে যাওয়া বস্তু কি আর কাজে লাগে কোনো!
তাইতো সবাই পুরোনোকে চাইনা; নুতনকে আনো।
জীবন পরিবর্তনের পেরিয়ে অনেক বসন্ত,
পেলাম অনেক কিছুই যা আজও হয়নি অন্ত!
সাজানো বাগান, ভোরের পাখি, কয়েক দিনের অতিথি।
আমার বসন্ত তুমি এগিয়েছো অনেকটা সূর্য পাঠে দিগন্ত।
ভাবনারা সব জেগে ওঠে, গুনতে বলে অতীত!
পাইনা খুঁজে কিছুই আমি শুকনো ফুলের গন্ধ!
থাকেনা তো কেমন করে মন ভরাবে আজি,
তাইনা পুরনো হল; নতুন – নব পুষ্পে সাজি।
ফুলদানিটাও বুঝে গেছে প্রয়োজনটা তার!
সুরের বাঁশি হারিয়ে গেছে, নূতনেরও বাহার।
জ্যোৎস্নার চাঁদে খোঁজো না আমায়! আমি আজ ঝরা পাতা ;
কোনো কাজেই লাগি নাকো ! মনের অন্দরে জমিয়ে রেখেছি অনেক ব্যথা;
হাসি তাই খুঁজি নাহি ! জানিনা তার ঠিকানা,
দীপ্তি ভরা অশ্রু যেন মুছে দিল বিদ্যুতেরও তেজখানা।
হে বসন্ত ! আরো অনেক পরিচয় বহন তুমি করো;
সকলেরই ব্যবহার অর্জন করে ছন্দে তুমি গড়ো।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!