মাঘীপূর্ণিমা ঘিরে চরম উন্মাদনা দাসপুরের দুই ব্লকেই,সুলুকসন্ধানে আমরা

মাঘী পুর্ণিমা ঘিরে হাজার হাজার মানুষের সমাগম দেখা গেল দাসপুরের দুটি ব্লকেই। দাসপুর ১ ব্লকের চেঁচুয়া গোবিন্দনগর এলাকায় প্রায় ২০০ বছরের রথ টানা হল,হাজার হাজার মানুষের সমাগমে শুরু হল মেলার।

অন্যদিকে দাসপুর ২ ব্লকের জয়রামচকে মহাপ্রভু মন্দিরেও হাজার হাজার ভক্তের সমাগম। কিন্তু হঠাৎ কেন এই মাঘী পুর্ণামাতেই বিভিন্ন ধর্মীয় স্থানে ভক্তের সমাগম।

সুলুকসন্ধানে আমরা পৌঁছে যাই দাসপুরের এক অবসরপ্রাপ্ত বাংলা ভাষার শিক্ষকের কাছে। রাজনগর ইউনিয়ন হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অরূপরতন মিশ্র তুলে ধরলেন মাঘী পূর্ণিমার শাস্ত্রীয় পৌরাণিক ব্যাখ্যা,জানালেন বৈজ্ঞানিক যুক্তি।

অন্যদিকে দাসপুরের জয়রামচকে মাঘী পূর্ণিমার বিশেষ কর্মকান্ড জানালেন মন্দিরের মহারাজ এবং চেঁচুয়া গোবিন্দনগরের রথের মাহাত্ম্য জানালেন এলাকাবাসীরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!