আপনার নামে কতগুলি মোবাইল কানেকশন রয়েছে? —এই লিঙ্কে ক্লিক করলেই জানতে পারবেন

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: এক সময় যখন বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম নেওয়া যেত না তখন আধার কার্ডের ফটোকপি এবং ছবি জমা দিয়ে সিম নিতে হত। তারও আগে ভোটার আইডি দিয়ে সিম  নেওয়া হত। আমরা সংবাদ মাধ্যমের দ্বারা জেনেছি ওই ভাবে সিম নিতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। যে সমস্ত এজেন্ট সিম দেওয়ার কাজ করতেন তাদের মধ্যে অনেকেই অসাধু ব্যবসায়ী ছিলেন। যারা গ্রাহকদের দেওয়া আধার, ভোটার কার্ড এবং ছবির বেশ কয়েকটি করে কপি রেখে দিত। সেগুলি দিয়ে সিম তুলে নিয়ে ‘ডকুমেন্ট ছাড়া সিম পাওয়া যাবে’  বলে বিক্রি করত। এর ফলে দেখা গিয়েছে, আপনি জানেনই না আপনার নামে হয়তো বেশ কয়েকটি করে সিম রয়েছে। সে সিমগুলির দায়বদ্ধতা আপনার, কিন্তু অন্যরা ব্যবহার করে চলেছে। অর্থাৎ ওই সমস্ত ‘বেনামী’ সিমগুলি নিয়ে কেউ যদি কোনও প্রতারণার কাজ করে তাহলে তার পুরো মাশুলটিই আপনাকে দিতে হবে।
এই পরিস্থিতির শিকার অনেকেই হয়েছেন। সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু দিন আগে টেলিকমিউনিকেশন বিভাগ ডট(Department of Telecommunications) একটি ওয়েবসাইট চালু করেছে। 👇https://tafcop.dgtelecom.gov.in/  এই ওয়েবসাইটে আপনার মোবাইল নম্বরটি দিলেই ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই ওয়েবসাইট থেকেই জানিয়ে দেওয়া হবে আপনার নামে কতগুলি সিম চলছে।

প্রত্যেকটি সিমের নিচে তিনটি অপশন থাকবে (১)This is not my number, (২) Not required এবং (৩)Required। যদি আপনি সিমটি ব্যবহার না করে থাকেন তাহলে (১) নম্বর অপশনটি চয়েস করবেন। সিমটি আপনার কাছে রয়েছে কিন্তু আপনি ব্যবহার করতে চান না তাহলে (২)নম্বর অপশনটি চয়েস করবেন। আর যদি সিমটি আপনি বাঁচিয়ে রাখতে চান তাহলে (৩) নম্বর অপশনটিতে ক্লিক করবেন। মনে রাখবেন যদি (১) এবং (২) নম্বর অপশনটি পছন্দ করেন তাহলে সবার নীচের দিকে গিয়ে রিপোর্ট করে দিতে হবে। কিন্তু সিমটি বাঁচিয়ে রাখলে (৩) নম্বর অপশনটি সিলেক্ট করলেই হবে। সেক্ষেত্রে রিপোর্ট করা যাবে না। এই প্রসঙ্গে মনে রাখবেন আপনি মোট ৯টির বেশি সিম বাঁচিয়ে রাখতে পারবেন না। তার সঙ্গে এটাও জেনে রাখুন, কারোর নামে যদি বর্তমানে ৯টির বেশি সিম থাকে তাহলে ডট থেকে আপনাকে মেসেজ করে জানাবে।
টেলিকমিউনিকেশন বিভাগ গ্রাহকদের কাছে টেলিকম পরিষেবা প্রদানকারী (টিএসপি) দ্বারা টেলিকম সংস্থাগুলির যথাযথ বরাদ্দ নিশ্চিত করতে এবং জালিয়াতি হ্রাস নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!