কুড়ি টাকার নোট পড়ে রয়েছে সাদা খাতার উপর,হাতে উঠছে না কেন?

সাদা পাতায় পড়ে কড়কড়ে কুড়ি টাকার নোট,নোট হাতে নিতে যেতেই পাতায় মিলিয়ে গেল নোট। অথচ নোটের ছায়াও খাতায়। আসলে ও নোট নকল নোট, শিল্পীর নিখুঁত থ্রিডি পেন্টিং নকল নোটকে আসল করেছে। দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার শিল্পী রুম্পী দাসের এই শিল্প সৃষ্টিতে অবাক হয়েছেন রুম্পীর ছবি আঁকার শিক্ষক প্রখ্যাত শিল্পী প্রসেনজিৎ মূলাও।

রুম্পীর বাড়ি রাজনগরের গুড়লি গ্রামে। ঘাটাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী রুম্পী বরাবরই নিখুঁত ধৈর্যের ছবি আঁকায় পটু। আজ ৩০ ডিসেম্বর সোমবারের সকালে রুম্পী প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় ঘাটালবাসীর ২০ টাকা প্রাপ্তি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!