বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে ঘাটালের শিল্পীর অভিনব শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতাঃ১৮৯১ সালের আজকের দিনে ঘাটালের বীরসিংহের সিংহ শিশু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। যে সিংহ শিশুর নামে আমাদের ঘাটালের পরিচিতি সেই বর্ণপরিচয় শ্রষ্টা বিদ্যাসাগরের আজ ২৯ জুলাই প্রয়াণ দিবস মনে রেখেছে ঘাটাল। ঘাটালের শিল্পী তাঁর অনবদ্য অসামান্য সৃষ্টির মধ্যদিয়ে স্মরণ করলেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে।

রাবার ব্যান্ডের মাধ্যমে নিজের শৈল্পিক ছোঁয়ায় ফুটিয়ে তুললেন বিদ্যাসাগরের অবয়ব। ঘাটালের খড়ার দন্দিপুরের শিল্পী সুমিত বাঙ্গাল এই অসামান্য সৃষ্টিতে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানালেন। উল্লেখ্য ইতিমধ্যেই সুমিতবাবু সজনে পাতায় বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন। আজ আবার নজির সৃষ্টি করে রাবার ব্যণ্ডে বিদ্যাসাগর। সুমিতবাবু জানালেন,ইচ্ছে থাকে নতুন কিছু করার,নতুন নতুন মাধ্যমে শিল্প সৃষ্টির নেশা থেকেই তিনি আজ রাবার ব্যান্ডের মধ্যমে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!