পলাশপাই খালের দুই পাড়কে সবুজে ভরিয়ে তুলতে নামলেন সবুজপ্রেমী শিক্ষক

সৌমেন মিশ্র: দাসপুরের পলাশপাই খালের দুদিক আবার সবুজে ভরিয়ে তুলতে চান সবুজপ্রেমী শিক্ষক মহাদেব মান্না। তাই ওই খালের দুদিকে   বৃক্ষ রোপনের উদ্দেশ্য  আজ ৬ আগস্ট ছাত্রছাত্রীদের নিয়ে ঝাঁপিয়ে

পড়লেন পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দিরের ওই শিক্ষক। কয়েক মাস আগে   গৌরা সংলগ্ন চকসুলতান গ্রাম এলাকায় পালশপাই খাল সংস্কারের সময় একাধিক বড় বড় গাছ কাটতে হয়েছে বরাত পাওয়া ঠিকাদারকে। খাল সংস্কারের কাজ শেষ।  কিন্তু খালের দুই ধার এখন খাঁ­খাঁ করছে, চারিদিকে যেন সবুজের হাহাকার। খালের ধারের সেইসব বৃক্ষদের আজও মনে পড়ে মহাদেববাবুকে।  তাই আজ ওই স্কুলের সহযোগিতায় পলাশপাই খালপাড়ে শিক্ষক মহাদেববাবু তাঁর ছাত্রছাত্রীদের নিয়ে গাছ লাগালেন। শিক্ষকের এই উদ্যোগে খুশি চকসুলতান গ্রামের সাধারণ বাসিন্দারা। মহাদেববাবু বলেন, আজ ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়ণ,অনাবৃষ্টি, খরা, পানীয় জলের এই তীব্র জলসঙ্কট থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় বেশি বেশি করে গাছ লাগানো। মানব সভ্যতা টিকিয়ে রাখতে গাছই একমাত্র ভরসা। সেজন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!