ক্যুইজ ও ম্যানিয়ার আহ্বানে ক্ষীরপাইয়ের আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ালেন দাসপুরের স্বর্ণ ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা: অসহায় জীবন, মাথার উপর খোলা আকাশ, রোদ, ঝড়-বৃষ্টি থেকে আশ্রয় নেবার জন্য নড়বড়ে তাঁবু। সম্প্রতি ক্ষীরপাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বস্তিবাসীদের এই ভাবেই দিন কাটছে। আর এই অসহায় মানুষদের সাহায্যে ক্যুইজ-ও-ম্যানিয়ার আবেদনে সাড়া দিয়ে এই মানুষগুলির পাশে থাকলেন দাসপুরের ইসবপুরের বাসিন্দা তথা মুম্বাইয়ের স্বর্ণ ব্যবসায়ী মধুসূদন ভূঁইয়া ও তাঁর সহধর্মিণী সান্ত্বনা ভূইঁয়া। আজ ২১ ফেব্রুয়ারি ছিল তাঁদের ২৩ তম বিবাহবার্ষিকী। দাম্পত্য জীবনের এই আনন্দময় দিনটিতে তাঁরা এই অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন। ক্ষতিগ্রস্ত এই মানুষগুলির সাথে আনন্দ ভাগ করে নিতে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করলেন এই সহৃদয় দম্পতি। মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, মাংস, দই, মিষ্টি, চাটনি সবটাই। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য উপহার স্বরূপ বাড়ি নির্মাণের জন্য বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলিির পুুনর্নির্মাণ শুরু করার জন্য দিলেন সিমেন্টের খুঁটি ও অ্যাসবেস্টরস। এই সব সামগ্রী ক্যুইজ-ও-ম্যানিয়ার সদস্যরা আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দেন। খুঁটি ও কাঠামো হলে মাথার উপর ছাদের জন্য প্রয়োজনীয় অ্যাসবেস্টরস তুলে দেবে কুইজ-ও ম্যানিয়ার সদস্যরা। এর আগে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত মুক্তি রায়কে একটি সাইকেল ও উপহার দেন। অসহায় মানুষের পাশে থাকার জন্য মধুসূদনবাবুর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।