ঘাটালের অনেকেই এখনও মহালয়া শোনার জন্য বেছে নেন রেডিওকে

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: বোবা মুখে বুলি ফোটাতে চরম ব্যস্ত শ্যামল ও বুদ্ধদেববাবু। সময়ের ফেরে বদলে গেছে অনেক কিছুই, বদলেছে ইতিহাস, বদলেছে পরিবেশ, গঙ্গায় বয়ে গেছে অনেক জল। দৈনন্দিন ব্যবহারে এসেছে অনেক পরিবর্তন, মোবাইল মানেই যেন গোটা দুনিয়া এখন হাতের মুঠোয়। তেমনি রেডিও থেকে এসেছে টেলিভিশন, তা সত্ত্বেও এখনও অনেক মানুষের অতীতের ঐতিহ্য বদলায়নি। আজও অনেক মানুষ রেডিওতে কান পেতে থাকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়া শোনার জন্য। তাই বছরে অন্তত একটি বারের জন্য হলেও বাড়ির কোণে পড়ে থাকা রেডিওকে ঝাড়ফুঁক করে অনেকেই পৌঁছে দিয়ে যায় শ্যামল ও বুদ্ধদেবের মতো কারিগরদের কাছে। কারন তারাই যে এখনো ওদের বুলি ফুটাতে পারে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বুদ্ধদেব পাল ও চন্দ্রকোনার শ্যামল বারিকের শরীরে কিছুটা হলেও বয়সের ছাপ ধরা পড়েছে। চোখে পাওয়ার দেওয়া চশমা, টেবিলের সামনে ঝুলছে একটা আলো আর তারা এখন অক্লান্ত পরিশ্রম করে চলেছে, বাড়িতে পড়ে থাকা মরচে পড়ে যাওয়া রেডিওর বুলি ফুটোতে। কারণ নতুন প্রজন্মের অনেক কারিগর এই যন্ত্রগুলির কাজ করেনা । এই যন্ত্রের কাজ করে মিলেও না সেই ধরনের পারিশ্রমিক, তাই তারা এলইডি, টিভি, ফ্রিজ, এসি এই সমস্ত মেরামত করতে ব্যস্ত। কিন্তু শ্যামল আর বুদ্ধদেবের এখন চরম ব্যাস্ততা কারণ রাতপোহালেই মহালায়া। অনেক প্রবীণ মানুষই তাদের কাছে বাড়িতে পড়ে থাকা রেডিও নিয়ে ছুটে আসে মেরামতের জন্য।একটা দিনের জন্য ছুটে আসে কারণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে ভোরের বেলা মহালয়া শুনতে হবে, কারন অনেকেই বলছেন যতই ডিজিটাল জগত উন্নত হোক রেডিওর ঐতিহ্য আলাদা! মোবাইল, কালার টেলিভিশন হোক যাই হোক না কেন কিন্তু রেডিওর সেই সোজাসাপটা কথা প্রবীন মানুষেরা আজও ভুলতে পারেনি । শ্যামল, বুদ্ধদেব বাবুরা জানান এখনকার ছেলেরা আর এই সমস্ত যন্ত্রাংশ গুলি মেরামত করতে চাইছে না, তার কারণ এই সমস্ত যন্ত্রাংশ মেরামতে পারিশ্রমিক বেশি পাওয়া যায়না। কিন্তু দীর্ঘদিন ধরে এই রেডিও-টিভি তারা মেরামত করে এসেছে তাই তারা কাওকেউ আর ফিরিয়ে দেননি।তাদের কথায় অনেক মানুষের বাড়িতে রেডিও পড়ে থাকে, কিন্তু অন্যান্য বছরের মতো ভিড় না হলেও অনেকেই আসছেন রেডিও মেরামত করতে মহালয়া শোনার জন্য। এখন এই রেডিও মেরামতের যন্ত্রাংশ সেভাবে পাওয়া যাচ্ছে না তাবুও তা সারিয়ে তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন এনারা। ভালোবেসে এই পুরানো ঐতিহ্যকে টিকিয়ে রাখতে লড়াই চলছে তাদের।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]