‘রোজনামচা’—আশিস হুদাইত

রোজনামচা
­——আশিস হুদাইত
ভোর চারটায় দিন হয় শুরু-
রাত এগারোটায় ঘুম এসে- টেনে নিয়ে যায় বিছানায়,
ভোর তিনটায় বিছানা বলে- ওঠো কত কাজ বাকি যে তোমার ,
আধোঘুমে বিছানায় শুয়ে শুয়ে –
ক্লান্তি ঢেলে দিই খাতার পাতায়,
আবর্জনা মুক্ত হয়ে-
আহুতি দিই নিজেকে যজ্ঞের অগ্নিকুন্ডে।
তখনো ঘুম চোখে দেয় চুমু-
আমি হৃদয়হীন,
কপালে উজ্জ্বল রক্ত তিলক ,
আমি এক দুর্জয় কাপালিক-
যেন তন্ত্র সাধনায় আমি এক দাম্ভিক সাধক ,
তাই ঘুম নীরবেই লুকায় নিজেকে-
দুচোখের গুপ্ত গুহায়।
ব্যর্থ ঘুম জমে জমে পাহাড়ে পরিণত হয়-
সে পাহাড় সরিয়ে চিরদিন- হবে নাকো আমার ইচ্ছার জয়,
একদিন আমিও হবো পরাজিত-
ঘুমের পাহাড় থেকে পড়বে খসে খসে-
ঘুমের প্রকাণ্ড প্রস্তর গুলি,
সেদিন বলবে ঘুম-
দিয়েছো অনেক ফাঁকি তাই তুমি হয়েছ আমারই বলি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!