গর্ভবতী মায়েদের সাধভক্ষন হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

হবু মায়েদের সাধভক্ষন করানো হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আজ ৩০ আগষ্ট, দাসপুর-২ ব্লকের পাঁচগেছিয়া প্রথম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চারজন গর্ভবতী মহিলাকে সাধভক্ষন করানো হয়। চারজন হবু মায়েরা হলেন পাঁচগেছিয়ার মলি চক্রবর্তী, শেফালী দাস,কৃষ্ণা দাস এবং কুলটিকরির শোভনা মাইতি।

হবু মায়েদের সেন্টারে নিয়ে এসে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের আশীর্বাদ করে সাধভক্ষনে বসানো হয়।

মেনুতে ছিল প্রোটিন, আয়রণ,ক‍্যালসিয়াম সমৃদ্ধ পুষ্টিকর সব খাদ্য, যেগুলো গর্ভাবস্থায় ঠিকমতো খাওয়া উচিত। ডিমসেদ্ধ,সয়াবিন, কাঁচকলা ভাজা, ডুমুর ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, পায়েস, দই, মিষ্টি।

তবে এই সাধভক্ষন অনুষ্ঠান রাজ‍্যজুড়েই পালিত হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। রাজ‍্যসরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে শিশুর অন্নপ্রাশন, সাধভক্ষন সব কিছুই পালন করা হবে প্রত‍্যেক মাসের তৃতীয় বা চতুর্থ শুক্রবার।

গ্রামের দিকে গর্ভবতী মায়েদের কেমন যত্ন নেওয়া উচিত সে সম্পর্কে সচেতনতা কম থাকে। তাই সচেতনতা বৃদ্ধির জন‍্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সেন্টারের দিদিমণি প্রতিমা মান্না।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!