জেলার গর্ব বাংলা ভাষার বর্ণপরিচয়ের শ্রষ্টা পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসে বিদ্যাসাগরকে অভিনবভাবে নিজের শিল্প সৃষ্টিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিদ্যাসাগরেরই ঘাটালের চিত্র শিল্পী সুমিত বাঙ্গাল। শনিবার ২৬ আগষ্ট বিদ্যাসাগরের জন্মদিবসে সুমিত বাবু শুধুমাত্র পেন্সিলের ছিলকা দিয়ে বিদ্যাসাগরের এই অবয়ব সৃষ্টি করে তাক লাগিয়ে দিলেন।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...