রাস্তা আলোকিত রাখতে কয়েক হাজার টাকার স্ট্রীট ল্যাম্প লাগালো দাসপুরের ক্লাব

এলাকার গুরুত্বপূর্ন রাস্তা৷ কিন্তু সূর্য ডুবলেই রাস্তায় বখাটে ছেলেদের টিটকিরী শিকার হতে হচ্ছিল কোচিং ফেরত স্কুল ছাত্রীদের! সমস্যার সমাধানে বেশ কয়েক কিলোমিটার রাস্তা আলোকিত করতে এগিয়ে এল দাসপুর-২ ব্লকের বেনাই গোল্ডেন বয়েজ গ্রুপের সদস্যরা৷ স্থানীয় ওই ক্লাবের সদস্যরা নিজেদের উদ্যোগে প্রায় ১৫০০০ টাকা ব্যায় করে ৪০টি স্ট্রীট লাইট লাগানোর ব্যবস্থা করেছেন৷ গোপিগঞ্জ- কৈজুড়ি সড়কের বেনাই গ্রামপঞ্চায়েত থেকে বিজলী পাড়া অবধি ওই রাস্তা আলোকিত হওয়ায় খুশি পথচলতি সাধারণ মানুষ৷ স্থানীয় বাসিন্দা বন্দনা ঘোষ জানান, সন্ধে নামলেই বিশেষত ওই রাস্তা ধরে যেতে আসতে বেশ সমস্যায় পড়তে হত৷ এখন রাস্তায় আলো থাকায় সেই সমস্যা অনেকটাই কমেছে৷ নিত্যযাত্রী স্বদেশ বিজলী,সুকুমার রং একযোগে জানান, দীর্ঘ দিন রাস্তা সংস্কার না হওয়ায়, পথ চলতে সমস্যায় পড়তে হত৷ রাতে বেশ কয়েকবার দুর্ঘটনার মুখেও পড়তে হয়েছে! আলো থাকায় কিছুটা হলেও সুবিধা হয়েছে৷
ওই ক্লাবের সদস্য রমেশ পাত্র, গৌর গায়েন, সন্দীপ পাত্র প্রমুখ বলেন, আমরা নিয়মিত বাতিগুলির রক্ষনাবেক্ষনের ব্যবস্থাও করেছি৷ অনেক সময় বাতি লাগানোর কিছুদিনের মধ্যেই তা অচল হয়ে পড়ে! তাই ক্লাবের সদস্যরা সেই বিষয়ে নজরদারির জন্য নিযুক্ত থাকবেন৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!