আলোর উৎসবের প্রদীপ তৈরি করেও আঁধারে মৃৎ শিল্পীরা

সুদীপ্ত শেঠ, দাসপুর: বাজারের চীনা বাতির রমরমা ব্যাবসা, সমস্যা হয়ে দাঁড়িয়েছে দাসপুরের মৃৎ শিল্পীদের৷ দাসপুর-২ ব্লকের কবিচক এলাকায় মৃৎ শিল্পের সাথে যুক্ত রয়েছেন প্রায় ২০টি পরিবার৷ কালীপুজোর সময় বাড়তি উপার্যনের দীপাবলির প্রদীপ এতোদিন ছিল ভরশা৷ কিন্তু প্রদীপ তৈরি করেও উপর্যনের আশা ক্রমশ আঁধারে পরিনত হচ্ছে৷ কারণ হিসেবে বাজারে চীনা বাতির রমরমা ব্যাবসাকে দায়ি করছেন মৃৎ শিল্পীরা৷ শিল্পী সুকুমার পাল, দয়ানন্দ পাল প্রমুখ বলেন, [quote style=’1′ cite=”]বাজারে এসেছে চীনা মিনিচার, মানুষ তাই কিনেই আলোর উৎসবে মাতছেন৷ মাটির প্রদীপে ঝোঁক নেই! চাহিদা তাই বেশ কম৷ আগামী দিনে এই কাজের সাথে যুক্ত থেকে আমাদের দিনগুজরান করা সম্ভব হবে কী না তাতেও রয়েছে প্রশ্ন![/quote]বাজারে এসেছে চীনা মিনিচার, মানুষ তাই কিনেই আলোর উৎসবে মাতছেন৷ মাটির প্রদীপে ঝোঁক নেই! চাহিদা তাই বেশ কম৷ আগামী দিনে এই কাজের সাথে যুক্ত থেকে আমাদের দিনগুজরান করা সম্ভব হবে কী না তাতেও রয়েছে প্রশ্ন!

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।