ঘাটালে খনিজ তেল

•ঘাটাল ব্লকের বিভিন্ন জায়গায় Oil and Natural Gas Corporation Limited-এর (ONGC) কর্মকাণ্ড নিয়ে অনেকেরই মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এই এলাকায় খনিজ তেল পাওয়া গিয়েছে। সেই তেল তোলার কাজও হয়তো খুব তাড়াতাড়ি শুরু হবে। … এটাকে নিয়ে এখনই কিছু ভাবনার দরকার নেই। কারণ এটা ONGC’র রুটিন কাজ। সারা বছরই ONGC ভারতের বিভিন্ন প্রান্তে এভাবে প্রায় মাটির নিচে ৩০০ ফুট রোরিং করে রিপোর্ট সংগ্রহ করে। সেই রিপোর্ট বিশ্লেষণ করা এই এলাকায় বসে সম্ভব নয়। এখান থেকে বিভিন্ন পর্যায়ের তথ্য ও নমুনা সংগ্রহ করে তা দিল্লির বসন্ত কুঞ্জে(১১০০৭০) পাঠানো হবে। এখান থেকে সংগৃহীত নমুন ও তথ্য সেখানে বিশ্লেষণ করা হবে। দিল্লির বসন্ত কুঞ্জ থেকেই চূড়ান্ত রিপোর্ট ঘোষণা করা হবে। এই এলাকায় আদৌ পর্যাপ্ত খনিজ তেল পাওয়া গিয়েছে কিনা তা সুনির্দিষ্ট ভাবে জানতে কম করে ২ বছর লাগবে। যদি এলাকার বেশ কয়েক জায়গা থেকে পর্যাপ্ত খনিজ তেলের সন্ধান মেলে তবেই তা তোলার ব্যবস্থা করা হবে। না হলে নয়। আর এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে কমপক্ষে পাঁচ বছর। তাই এখনই অনেকে প্রচার করে বেরোচ্ছেন যে, ঘাটাল এলাকায় প্রচুর খনিজ তেল পাওয়া গিয়েছে — এই তথ্য ঠিক নয়। আবার বলি, এখানে সত্যিই তেল পাওয়া যাচ্ছে কিনা তা এই এলাকায় ONGC’র যে সমস্ত ইঞ্জিনিয়ররা এসেছেন তাঁরা সেটা কোনও ভাবেই ঘোষণা করতে পারেন না। •ছবিটি প্রতীকী।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!