টাটার উদ্যোগে স্কুলে স্কুলে প্রবন্ধ রচনার আসর

দেশের ১০,০০০ স্কুলের প্রায় ৫০ লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের নামকরা সংস্থা টাটা গ্রুপ অফ কোম্পানী৷ সেই মতো বিভিন্ন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন স্কুলে চলছে ওই প্রতিযোগিতা৷ আজ, ৫ ফেব্রুয়ারি,দাসপুর-২ ব্লকের বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয় ও আরিট বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা ওই প্রতিযোগিতায় অংশনেয়৷ প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত৷ ওই সংস্থার এক আধিকারীক সঞ্জয় ভট্টাচার্য জানান, প্রবন্ধ প্রতিযোগিতার স্কুল ভিত্তিক ফলাফলের উপর নির্বাচিত ছাত্রছাত্রীদের আগামী দিনে জেলা ও রাজ্য স্তরে নির্বাচন করা হবে৷

ছবি: শিক্ষক শান্তনু পাঠক

সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করবেন দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ বরুনা স্কুলের প্রধান শিক্ষক সুজিতকুমার বন্দোপাধ্যায় বলেন, এমন উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহ যেমন বাড়বে৷ অপরদিকে পড়ুয়াদের লেখন দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে৷ আরিট স্কুলের প্রধান শিক্ষক নরেনকুমার দে জানান, টাটা ভারতের একটি নাম করা সংস্থা! প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিতে পৌঁছে গিয়ে যে ভাবে ওই সংস্থা দেশের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ করে দিয়েছে তা অবশ্যই প্রশংসনীয়৷
চলতি সপ্তাহে জেলার বেশ কয়েকটি স্কুলে ওই প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হবে৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!