দাসপুরে ১১ জন মৃৎ শিল্পী হাত লাগিয়ে গড়ছেন ২৮ ফুট কালী মূর্তি

দাসপুরের জোতঘনশ্যাম গ্রামপঞ্চায়েতের শ্যামগঞ্জ দুই মেদিনীপুর জেলার সিমানা হিসেবে পরিচিত৷ ছোট ওই গ্রামটিতে সেই অর্থে কোন বড় পুজো হতো না৷ তাই গ্রামের মানুষ সকলে মিলে কালী পুজোকে বড় করে করার কথা ভাবেন৷ চমক হিসেবে পুজোতে ২৮ ফুট কালী প্রতিমা গড়ার রেওয়াজ গত ২৮ বছর আগে থেকেই৷ গ্রামবাসীদের সাথে হাত মিলিয়ে পুজো পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছেন স্থানীয় অগ্রদূত ক্লাব৷ এই বছরে ওই পুজো ২৯ তম বর্ষে পদার্পন করলো৷ বাজেট ধরা হয়েছে প্রায় চার লক্ষ টাকা৷ পুজো নিয়ে আশে পাশের প্রায় ১৫ টি গ্রামের মানুষের উন্মাদনা থাকে বাঁধ ভাঙা৷ চারদিন ধরে জমজমাট থাকে পুজো প্রাঙ্গন৷ ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের৷ নিষ্ঠা ভোরে পুজো দিতে আসেন গ্রামের মহিলারা, বিসর্জনের দিনে শেষ বেলায় দুর্গাপুজোর মতো সিঁদুর খেলায় মেতে ওঠেন গ্রামের মহিলারা৷থূ

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!