নতুন তৈরি হওয়া রাস্তা রক্ষা করতে ওভারলোড গাড়ি আটকে দিল গ্রামেরমানুষ

গ্রামের রাস্তা তৈরির দীর্ঘ দিনের দাবি পূরণ হয়েছে হালফিল৷ অভিযোগ সেই রাস্তা রক্ষনাবেক্ষনে উদাসীন প্রশাসন! কেবল ভারী যানচলাচল নিষিদ্ধ করতে বোর্ড লাগিয়ে দ্বায় সেরেছেন কর্তিপক্ষ৷ কিন্তু যে রাস্তার উপর নিত্যদিন যাতায়াত করতে হয়, সেই পথ বেহাল হলে আখেরে যে সমস্যা তাদেরই পোয়াতে হবে তা বোঝেন ওই গ্রামের ভুক্তভুগি মানুষেরা৷ তাই ওই রাস্তা রক্ষা করতে এগিয়ে এলেন গ্রামবাসীরা৷ দাসপুর-২ ব্লকের মহিষঘাটা-জোতঘনশ্যাম গ্রামীন সড়কের কাজ শেষ হয়েছে মাত্র কয়েক মাস আগে৷ ওই সড়কের উপরে খুলেআম চলছে ওভারলোড ট্রাকের আনাগোনা৷ আজ দুপুরে এমন কয়েকটি ওভারলোড ট্রাক আটকে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা৷ গ্রামবাসী রাধাবল্লভ হাজরা, অজিত হাজরা প্রমুখ অভিযোগ করে বলেন, বেপরোয়া ভাবে ওভারলোড গাড়ি যাতায়াতের ফলে রাস্তা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমন বাড়ছে বিপদের আশঙ্কা৷ তাই বাধ্য হয়েই নিজেরা রাস্তায় ভারী গাড়ি যাতায়াতে বাঁধা দিয়েছি৷ তবে এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলছেন গ্রামবাসীরা৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!