যদিও মেয়ে তোর জন্যই :সুদেষ্ণা ঘটক অধিকারী

যদিও মেয়ে তোর জন্যই সৃষ্টি ঘরে,
তবুও ওরা তোর শ্বাসেতেই বারুদ ভরে!
একটু কথার বেচাল হলে আগুন জ্বলে,
কিম্বা কোনও সিলিং-এ তোর দেহটা ঝোলে!
দিন রাত্তির মানতে মানাতে তুই ব্যস্ত,
তবুও তুই-ই বঞ্চিত হোস উদয়াস্ত!
আর কত দিন এমন ভাবে সইবি বল!
আর কত দিন প্রশ্রয় দিবি অনর্গল?
আজকে যে হাত করলো তোকে
অ্যাসিড দগদ্ধ বলতো মেয়ে এর তরে কে দায়বদ্ধ?
আমি-আমরা-তুমি-তোমরা- সবাই আছি,
মেয়ে মানে তো রোজ কিছুটা মরেই বাঁচি।
ভাবাতে পারিনি তাদের আমরা
ভাবাতে পারিনি বেশি,
তার জন্যই এই পরিণতি
দুরাচার রাশি রাশি।
সময় এসেছে…জাগ,
জীবন সমরে যোদ্ধা হিসেবে
শুরু থেকে তুই জাগ।
তোকে ছুঁতে গেলে ভাবুক ওরা
দু’দণ্ড থেমে যাক,
না হলে মেয়ে;প্রতিপলে তুই
পুড়ে হ’বি খাক্ খাক্!

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!