সৌমেন মিশ্র: •আগস্ট মাসের ৯ তারিখে নিজের হাতে প্রতিষ্ঠিত দুর্গাপুজোর সুবর্ণজয়ন্তী বর্ষের খুঁটি পুজো করতে এসে নস্টালজিক হয়ে পড়েছিলেন ড. রজনীকান্ত দোলই। ভীষণ ইচ্ছে ছিল নিজের মায়ের আদেশে প্রতিষ্ঠিত পঞ্চাশ বছরের পুজোতেও দুর্গা মায়ের আরাধনায় ব্রতী হওয়ার। আটাত্তরের রজনীবাবু...