করোনায় আক্রান্ত ঘাটাল মহকুমা দমকল অফিসের স্টেশন অফিসার, আক্রান্ত একাধিক কর্মীও

রবীন্দ্র কর্মকার: করোনায় আক্রান্ত হয়ে ঘাটাল কোভিড হাসপাতালে ভর্তি হলেন নিমতলা ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত আধিকারিক স্বপনকুমার পাত্র। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন একাধিক কর্মীও। তাঁদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি রয়েছেন, কেউ সদ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অনেকে আবার হোম আইসোলেশনে রয়েছেন। কোভিডের সঙ্গে ফ্রন্টফুটে লড়াই করতে করতে অজান্তেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। বাদ যায়নি ফায়ার সার্ভিসের কর্মীরাও। মহকুমার করোনা উপদ্রুত বিভিন্ন এলাকায় গিয়ে স্যানিটাইজেশনের কাজ করছেন ফায়ার সার্ভিসেস কর্মীরা। তাদের মধ্যে আক্রান্ত হয়েছেন অনেক কর্মীই। এই দমকল অফিসে অফিসার ও কর্মী মিলিয়ে মোট চল্লিশজন রয়েছেন। তাদের মধ্যে স্বপনবাবুকে নিয়ে বর্তমানে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কারোরই তেমন কোনও অসুবিধে হয়নি। সুস্থ হয়ে যারা বাড়ি ফিরছেন তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। পুজোর আগে ডিউটিতে ফিরতে পারবেন না। পুজোর মুখে এভাবে একের পর এক দমকল কর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তায় পুজো কমিটির কর্মকর্তারা। হঠাৎ বিপদে যাদের একডাকে পাশে পাওয়া যায় সেই ফায়ার সার্ভিসের পরিষেবা কীভাবে পাওয়া যাবে তা নিয়েই শঙ্কিত মহকুমাবাসীরা। তবে ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ স্বপনবাবু আশ্বাস দিয়ে বলেন, স্টাফ কম থাকায় হয়তো অসুবিধে হবে, তবে চেষ্টা করব বাকি স্টাফেদের নিয়ে পরিষেবা ঠিকঠাক দিতে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!