ঘাটাল মহকুমাতেও শুরু হল করোনার ভ্যাক্সিনেশন

সুইটি রায়:দেশের বিভিন্ন জায়গার সাথে সাথে আজ ১৬ জানুয়ারি ঘাটাল মহকুমাতেও শুরু হল করোনার ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। প্রথম দফায় ডাক্তার,নার্স ও স্বাস্থ্যকর্মীদের এই ভ্যাক্সিন দেওয়া হবে। যে ভ্যাক্সিনটি দেওয়া হচ্ছে তার নাম কোভিসিল্ড। এটির দুটি ডোজ দিতে হবে। প্রথম ডোজের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ঘাটাল মহকুমা হাসপাতাল এবং মহকুমার ব্লক হাসপাতালগুলিতে ভ্যাক্সিন দেওয়া হবে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা রাজ্যের সাথে ঘাটাল মহকুমাতেও এই কর্মসূচীর উদ্বোধন করলেন। ঘাটাল হাসপাতালের এমার্জেন্সি বিভাগের পাশেই করা হয়েছে ভ্যাক্সিনেশনের শিবির। ভীড় এড়াতে আগে থেকে তৈরি করা লিস্ট অনুযায়ী প্রতিদিন ১০০ জনকে ডাকা হবে ভ্যাক্সিন দেওয়ার জন্য। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমাশাসক শৌভিক চট্টোপাধ্যায় এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল শিবিরগুলি পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশাবলী দিয়েছেন বলে জানা গেছে।•ভিডিও

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]