নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: দুঘর্টনায় মৃত্যু হল ঘাটালের এক স্বর্ণ ব্যবসায়ীর। ওই ব্যক্তির নাম কাজল সরকার (৩৩)। কাজলবাবু ঘাটালের সিপিআইএম নেতা প্রশান্ত সরকারের ভাই ছিলেন। তাঁর তমলুকে সোনার দোকান রয়েছে। প্রশান্তবাবু বলেন, তাঁদের জেঠিমা মারা গিয়েছেন, তারই চতুর্থীতে গ্রামের বাড়িতে এসেছিলেন, ২৪ জুন ভোরে তমলুকে ফেরার সময় তমলুকের কাছে দ্রুতগতির লরি তার বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কাজলবাবুর পরিবারে স্ত্রী আল্পনা সরকার, পাঁচবছরের একটি পুত্র ও আট বছরের একটি কন্যা রয়েছে। এই অকস্মাৎ দুর্ঘটনায় তাঁর পরিবারের সবাই শোকে ভেঙে পড়েন।
এই মুহূর্তে
দুর্ঘটনায় গুরুতর জখম ব্যক্তির মর্মান্তিক পরিণতি
বাবলু মান্না, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: দুর্ঘটনায় আহত ব্যক্তির মর্মান্তিক পরিণতি হল।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার গোপীগঞ্জ-সুলতাননগর সড়কে দাসপুর থানার তাজপুর এলাকায় তাজপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি...