দেওয়াল লিখনে সবুজ শিবিরের শুধুই নিন্দা, গেরুয়ার প্রতিশ্রুতি, বামেদের ভরসা এসএসসি

শুভম চক্রবর্তী: বাংলায় নির্বাচন এই প্রথম নয়, কিন্তু একুশের নির্বাচন কোথাও যেন বাকিদের থেকে কিছুটা আলাদা হয়ে দাঁড়িয়েছে। এতদিন পর্যন্ত নির্বাচন মানেই যে চিত্রটি সার্বিকভাবে ফুটে উঠত তাহলো হয় বিরোধীদের দরাজ গলায় প্রতিশ্রুতির ফুলঝুরি নচেৎ শাসকদলের জনদরদি কাজের খতিয়ান।
নির্বাচনী প্রচার এর অন্যতম অস্ত্র দেওয়াল লিখন,যাকে শাসক ও বিরোধী দলের নির্বাচনী ইস্তেহারের সংক্ষিপ্ত প্রতিরূপও বলা চলতো। কিন্তু একুশের নির্বাচনে সবকিছুতেই যেন অন্যরকম ভাব। সবকিছুতেই দেখা দিয়েছে ভিন্নতা।
সাধারণত দেখা যায় শাসক দল তাদের উন্নয়নের খতিয়ান জাহির করে দেওয়ার লিখনে আর বিরোধিতা নিন্দার ঝড় বইয়ে দেয়।কিন্তু এবারের চিত্র যেন উল্টো।ঘাটাল মহকুমা জুড়ে একুশে নির্বাচনকে সামনে রেখে অধিকাংশ দেওয়াল চিত্র গুলিতে যা দেখা গেল তা মোটামুটি এইরকম, শাসকদল তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন ঠাসা কেন্দ্রের প্রতি বিরূপ সমালোচনা, নিন্দা, কেন্দ্রীয় প্রকল্পের ব্যর্থতা এই সবেতেই। অধিকাংশ জায়গাতেই সাধারণ মানুষের জন্য কাজের প্রতিশ্রুতি বাবদ একটি শব্দও ব্যবহার করতে ইচ্ছা হয়নি তাদের।
অন্যদিকে শাসক দলের সমালোচনা থেকে সরে গিয়ে আগাম প্রতিশ্রুতিতে দেওয়াল ভারতে ব্যস্ত গেরুয়া শিবির।ঘাটাল পৌরসভার পাঁচ,নয়,এগারোর এর মত বেশকিছু ওয়ার্ডের দেওয়াল লিখনের আবার দেখা গেল দেওয়াল লিখনে দলীয় প্রচার করতে টেনে নামানো হয়েছে বজরংবলী, ভীমের মতো ধর্মীয় আস্থার অবয়বদেরকেও। যা অবশ্য অনেকের কাছেই বিব্রতকর।
এদিকে বামপন্থী দল সিপিএম সকল উন্নাসিকতা ভুলে সবাইকে চমকে দিয়ে মিডিয়াতে টুম্পা সোনা ডিজে সহযোগে রিমিক্স গান পোস্ট করে এবং বিভিন্ন কার্টুন দিয়ে প্রচার শুরু করলেও দেওয়াল লিখনে এখনো চিরাচরিত পদ্ধতিতে গুরুগম্ভীর ভাষার দেওয়াল লিখনেই রেখেছে আস্থা। দেয়াল লিখনের অন্যতম হাতিয়ার হয়েছে তাদের বেকার যুবক যুবতীদের জন্য নিয়মিত এসএসসি পরীক্ষার খতিয়ান।এখনো পর্যন্ত বামপন্থী দল এসইউসিআই সোশ্যাল মিডিয়ায় টুকটাক প্রচার চালালেও দেওয়াল লিখন বা পতাকা টাঙ্গানোর কোনরকম উদ্যোগ ই নেয়নি।
ঘাটাল মহকুমার বিধানসভা নির্বাচনে আর খুব বেশিদিন বাকি নেই কিন্তু এখন পর্যন্ত শহর, শহরতলী এবং গ্রামাঞ্চলের দেওয়ান গুলি অধিকাংশই ফাঁকা পড়ে রয়েছে। রাজনৈতিক দলগুলিতে কর্মী সংখ্যা যে কম এমন তা কিন্তু নয় উদ্দীপনাও প্রবল। তাহলে কি দেওয়াল লিখনের মত পুরনো পন্থা থেকে ক্রমশ মুখ ফেরাচ্ছেন মানুষ?

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।