দাসপুরে অফিসে গিয়ে অফিসারদের মারধর, অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর

নিজস্ব সংবাদদাতা: দাসপুর-২ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে (বি.এল. অ্যান্ড এল.আর.ও) গিয়ে  রেভিনিউ অফিসারকে মারধর করার অভিযোগে এক অধ্যাপকের বিরুদ্ধে দাসপুর থানায় এফআইআর করা হল। ওই অধ্যাপকের নাম পার্থসারথী বেরা। বাড়ি সোনাখালির সয়লাতে। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, পার্থসারথী বেরা আজ ১৮ মার্চ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে গিয়ে ওই অফিসের রেভিনিউ অফিসার কৌশিক বন্দ্যোপাধ্যায়কে মারধর করেছেন বলে অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে ওই অধ্যাপককে পুলিস খুঁজছে।
ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর সূত্রে জানা যায়, দাসপুর-২ ব্লকের বি.এল. অ্যান্ড এল.আর.ও তুহিন ঘোষ বেশ কয়েকদিন ধরে সর্দি জ্বরে ভুগছেন। চার দিকে করোনা আতঙ্ক। তাই  আজ তিনি অফিসে এলেও জেলার নির্দেশে কোনও শুনানি করেননি। ভিজিটরদের সঙ্গেও দূরত্ব রেখে কথা বলছিলেন। তুহিনবাবু বলেন, আজ বিকেলের দিকে সস্ত্রীক পার্থবাবু কোনও দরকারে আমার অফিসে এসেছিলেন। আমি তাঁকে দূরত্ব রেখে কথা বলার অনুরোধ করতেই তিনি চটে যান। আমাকে ‘তুই-তোকারি’ দিয়ে সম্বোধন করে উত্তেজিত হয়ে যা-তা মন্তব্য করেন।
একটি অফিসের সর্বোচ্চ আধিকারিককে ভিজিটর ওই ভাবে দুর্ব্যবহার করলে অফিসের অন্যান্য আধিকারিকরা বেজায় চটে যান। তারই মধ্যে কৌশিকবাবু প্রতিবাদ করতে গেলে তাঁকে ওই অধ্যাপক এলোপাথারি মারধর করতে শুরু করেন বলে অভিযোগ। কৌশিকবাবু জখম হন।
ওই ঘটনার পরেই বি.এল. অ্যান্ড এল.আর.ও দপ্তর থেকে দাসপুর থানায় অভিযোগ করা হয়। পুলিশ বর্তমানে পার্থবাবুকে খুঁজছেন। এই পোর্টালের পক্ষ থেকে এবিষয়ে পার্থবাবুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। •ঘাটাল মহকুমার আজকের দিনের সমস্ত খবর…

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।