দাসপুরে শিলাবতীর বাঁধ ভাঙল, প্লাবিত হওয়ার আশঙ্কা বেশ কয়েকটি গ্রাম

শিলাবতী নদীর জলের তোড়ে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। সোমবার রাত থেকেই রাজনগর গ্রাম পঞ্চায়েতের অধীন রাজনগর পশ্চিমে শিলাবতী নদীর উপর চণ্ডীখালের বাঁধ সংলগ্ন হাইত পাড়ায় বাঁধে ফাটল দেখা দিয়েছিল। সেই বাঁধ দিয়েই জল ঢুকতে শুরু হয়। পরে প্রায় ৩০ ফুট নদী বাঁধ ভেঙে শিলাবতীর জল এলাকায় ঢুকতে শুরু করে।

এর জেরে প্লাবিত হওয়ার আশঙ্কা রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সামাট,হোসেনপুর,রামগড় ও রাজনগরের কিছু অংশ ছাড়াও নিজ নাড়াজোল গ্রামপঞ্চায়েত এলাকার বেশ কিছু অংশ। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ বাঁধার চেষ্টা চলছে। সেচ দপ্তরের তরফে মিঠুন কর জানান প্রথমে বাঁধে ফাটল দেখা দেয়,অনেক চেষ্টা সত্বেও বাঁধ রক্ষা করা যায়নি। এখন চেষ্টা চলছে বাঁধের ভাঙা মুখ যাতে আর না বাড়ে।

অন্যদিকে এই বন্যার জল ঢুকে রাজনগর এয়ালাকায় ধান ও সব্জী চাষে ব্যাপক ক্ষতির মুখে স্থানীয় কৃষকরা। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রায় প্রতিবছরই শিলাবতীর জল বাড়লেই তাদের এলাকা প্লাবিত হয়। কিন্তু প্রশাসনিক ভাবে স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!