ঘাটালে রাত নামলেই দুষ্কৃতী দৌরাত্ম্য সাথে বোমাবাজি,আতঙ্কে এলাকার মানুষ

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ,ঘাটাল: বোমের আতঙ্কে রাত কাটাচ্ছেন ঘাটালের একটি এলাকার মানুষ। বোম পড়ছে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধির বাড়িতেও। পুলিশ আসছে-যাচ্ছে কিন্তু সমস্যা কাটছে না। এই ঘটনা কেবল গত রাতের নয়, এটা দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘাটালের দীর্ঘগ্রাম সহ আশেপাশের এলাকার মানুষজন এই আতঙ্কের মধ্যেই রাত কাটাচ্ছেন। সমালোচনায় সরব ঘাটালের বিদ্বজনরা। গত রাতে অর্থাৎ ৩ জুন বাড়িতে বোম পড়ার অভিযোগ তোলেন দীর্ঘগ্রামের গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি শম্পা শাসমল। তবে শুধু গতকাল নয়, সন্ধ্যা ঘনালেই এখানে মাঝে মধ্যেই দেখা যায় দুষ্কৃতী দৌরাত্ম্য, শোনা যায় বোমাবাজির শব্দ। রাজনীতির জঘন্য হিংসে আর পাল্টা হিংসের শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। অনেকেই রাজনৈতিক নেতৃত্বের ভূমিকার সাথে প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা নিয়েও। ভোটের পর মুড়ি মুড়কির মত বোম ফাটা যেন একটা অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে দুই জেলার বর্ডার লাগোয়া এই এলাকায়। আতঙ্ক আর নোংরা রাজনীতির নীতি দেখে হতাশায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। এলাকা যে রীতিমত অশান্ত তা জানিয়েছেন স্বপন শাসমল সহ এলাকার মানুষজন। এহেন রাজনৈতিক অশান্ত পরিবেশ চান না ঘাটালের মানুষ।

 

 

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015