কিষান সম্মান নিধি প্রকল্পের ফর্ম জমা নেওয়া শুরু

সৌমেন মিশ্র: শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্প চালু করার অনুমতি রাজ্যের। বাংলায় ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্প বাস্তবায়ণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে চাপানুতর চলছিল।রাজ্যকে এড়িয়ে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের মধ্যে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ রয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। চিঠি দিয়েছিলেন কৃষি মন্ত্রীকে। বদলে ‘কৃষক বন্ধু প্রকল্প’ চালু করার অনুমতি দেয় রাজ্য সরকার।তারই ফল স্বরূপ কিষান সম্মান নিধি প্রকল্পের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে রাজ্য জুড়ে। ঘাটালের সমস্ত ব্লকের গ্রাম পঞ্চায়েত গুলিতেও তার তোড়জোড় শুরু।

ইতি মধ্যেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলি নিজেদের গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাম গুলির বাসিন্দাদের থেকে ফর্ম জমা নিতে শুরু করেছে। এ বিষয়ে জানতে স্থানীয় পঞ্চায়েত সদস্যের সাথে যোগাযোগ আবশ্যক।

দাসপুরে ১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণ দোলই জানান,আগামী ২৮ ফেব্রুয়ারী রবিবার থেকে রাজনগর গ্রাম পঞ্চায়েত অফিসে এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া শুরু হবে।
২৮ ফেব্রুয়ারী ওই গ্রাম পঞ্চায়েতের যদুপুর,রামদেবপুর ও হোসেনপুর এলাকার বাসিন্দাদের এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে।
১ মার্চ গ্রাম পঞ্চায়েতের সুরতপুর,হরিরামপুর,গুড়লী,রূপনারায়ণপুর,সুরানারায়ণপুর,পলতাবেড়িয়া এবং আনন্দগড় গ্রামের বাসিন্দাদের থেকে এই কিষান সম্মান নিধি প্রকপ্লের আদেবন পত্রে জমা নেওয়া হবে।
২ মার্চ সামাট ও রাজনগর গ্রামের বাসিন্দাদের থেকে এই কিষান সম্মান নিধি প্রকপ্লের আদেবন পত্রে জমা নেওয়া হবে।
৩ মার্চ পাকুড়দানা,বেলবেড়িয়া গোপালনগর,ঝুমঝুমি,ডিহিপলসা,দাদপুর,গোপালনগর এবং গোকুলনগর গ্রামের বাসিন্দাদের থেকে এই কিষান সম্মান নিধি প্রকপ্লের আদেবন পত্রে জমা নেওয়া হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!