দাসপুরে আবারও কলকাতা পুলিশের হানা,দুবরাজপুর থেকে আটক ১

বৈকুন্ঠপুর নিম্বার্ক মঠের পর আবারও দাসপুর পুলিশকে সাথে নিয়ে কলকাতা পুলিশের হানা দাসপুর থানা এলাকায়। এবার হানা দাসপুর থানার দুবরাজপুরে। গ্রামের তেমাথা মোড় থেকে এক দোকানদারকে তুলে নিয়ে যাওয়া হল। দাসপুর পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার ২০ নভেম্বর কলকাতা পুলিশের অভিযোগের ভিত্তিতে দাসপুর থানার রামনগরের বাসিন্দা বিশ্বজিৎ কাণ্ডারকে দাসপুর পুলিশ কলকাতা পুলিশের হাতে তুলে দিয়েছে।

কলকাতা পুলিশ বিশ্বজিৎ কাণ্ডারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের আটক করেছে বলে জানা যাচ্ছে। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বজিৎ কাণ্ডার বাইরে সোনা কাজ করতেন। লকডাউন চলাকালীন বাড়ি ফেরেন। বর্তমানে দুবরাজপুরের তেমাথায় একটি মুদি দোকান চালান। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই ধড়-পাকড় বা জিজ্ঞাসাবাদ সে বিষয়ে মুখে কুলুপ কলকাতা পুলিশের।

অন্যদিকে ১৮ নভেম্বর বুধবার দাসপুর থানার বৈকুন্ঠপুর নিম্বার্ক মঠে এই দাসপুর পুলিশকে সাথে নিয়েই হানা দেয় কলকাতা পুলিশ। ধরে নিয়ে যায় এক যুবককে। তবে ওই যুবককেও কী কারণে ধরা হল জানায়নি কলকাতা পুলিশ। এবিষয়ে মঠের মহারাজ সুবাস ত্রিপাঠী জানান,ওই যুবক তাঁর এক শিষ্যের ছেলে। কালীপুজো থেকেই মঠে ছিলেন। তিনিও এ বিষয়ে কিছুই জানাতে পারেননি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!