সমবায় সমিতিগুলিকে নিয়ে বিশেষ আলোচনা সভা

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হয় দাসপুর-১ ব্লকের সমস্ত সমবায় সমিতি ও বিপণন সমিতিগুলিকে নিয়ে। ১৬ নভেম্বর ৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন করা হয়। আজ বুধবার সেই বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয় দাসপুরের নাড়াজোলের দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ -র উদ্যোগে। গোবিন্দপুর নেতাজি সমবায় সমিতির ম্যানেজার কমল মণ্ডল বলেন, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমবায়ী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার পাত্র, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা দোলই, নিজ নাড়াজোল গ্ৰাম পঞ্চায়েত প্রধান গগন সামন্ত, তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যঙ্কের সম্পাদক কৌশিক কুলভি, এ.আর.সি.এস সজলকুমার রায়, সমাজসেবী এলাকার বিধায়ক ও প্রশাসনের ব্যক্তিবর্গরা।
পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে মূলত আলোচনা সভাটি করা হয়েছিল। দাসপুর-১ ব্লকের ১৮ টি সমিতিকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015