‘ভূত সেজে’ দাসপুরে ছিনতাই করছে দুষ্কৃতীরা

নিজস্ব সংবাদদাতা: ‘ভূত সেজে’ ভয় দেখিয়ে অভিনব পদ্ধতিতে ছিনতাই শুরু হয়েছে দাসপুরে। দাসপুর থানার অস্থল মোড় এলাকায় ধারাবাহিক ভাবে কয়েকমাস ধরে চলছে এই ঘটনা। শীতের সময় রাত নটার পর থেকে রাস্তা শুনশান হয়ে যায়। ওই রাস্তায় রাত সাড়ে আটটার পর থেকে গাড়িও সেভাবে চলে না। তাই বাইক বা সাইকেল আরোহীকে টার্গেট করে নিয়েছে দুষ্কৃতীরা। এক জন সাদা, অন্য জন কালো— দুই রকমের পোশাক পরে পথচলতি মানুষের বাইক আটকে এই ছিনতাই চলছে। ছিনতাইকারীদের হাতে আক্রান্ত হয়েছেন ডিহিপলসার প্রশান্ত ঘোষ‌। মারধর করে নগদ ১৮ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় বাইকে করে পলতাবেড়িয়ায় বাড়ি ফিরছিলেন ঘাটালের ভূমিসংস্কার দপ্তরের কর্মী সঞ্জীব মাইতি। ভূতের মতো পোশাক পরে দুজন সঞ্জীববাবুর পথ আটকায়। কোনও মতে প্রাণ বাঁচাতে পারেন সঞ্জীববাবু। সঞ্জীববাবু বলেন, ওই রাতেই এক সিভিক ভলান্টিয়ারকে ওই দুষ্কৃতীরা প্রচুর মারধরও করেছে। দাসপুর থানার পুলিশ ওই এলাকায় টহলদারি বাড়িয়েছে। তবে এই দুষ্কৃতীদের জন্য ভয়ে রয়েছেন বকুলতলা হয়ে মেদিনীপুর রুটে চলাচলকারী মানুষজন। তাঁদের বক্তব্য, রাতে যে কোনও সময় দরকারে বেরোতে হতেই পারে। প্রয়োজনে বেরিয়ে প্রাণ বাঁচিয়ে ফিরতে পারব কিনা কে জানে!

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।