রাজ্য সরকারের ‘স্নেহের পরশ’ প্রকল্পের হাজার টাকা পেতে কীভাবে আবেদন করবেন?

রাজ্য সরকারের ‘স্নেহের পরশ’ প্রকল্পের হাজার টাকা পেতে কীভাবে আবেদন করবেন?
                   •দয়াকরে আমাদের দপ্তরে ফোন করবেন না•
•যে সমস্ত শ্রমিকরা লকডাউনের জন্য অন্য রাজ্যে আটকে পড়েছেন বাড়ি ফিরতে পারছেন না তাঁদের পশ্চিমবঙ্গ সরকার এককালীন এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করবে। আবেদনকারী অন্য রাজ্যের কিনা তা ঠিক করবেন জেলা শাসক। নিচের লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। মনে রাখবেন, ২৪ মার্চ থেকে আটকে পড়া শ্রমিকেরাই মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। ৩ মে’র মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার সময় লাগবে ১. ভোটার কার্ড/ খাদ্যসাথীর নম্বর (যেটা প্রমাণ করবে আপনি এই রাজ্যের বাসিন্দা)। আধার বা প্যান চলবে না। ২. ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য। ৩. পশ্চিমবঙ্গের পরিচিত কারোর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর। অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক: https://jaibanglamw.wb.gov.in/

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।