একাধিক দাবি নিয়ে ধর্মঘটে শামিল হল ডাক বিভাগের কর্মীরা

ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর ১ ব্লকের সেকেন্দারি সাব পোস্ট অফিসের(Post office) সামনে এমনই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই সেকেন্দারি পোস্ট অফিসে ধর্মঘটে শামিল হয় সেকেন্দারি সাব পোস্ট অফিসের(Sub post office) অধীনে থাকা আটটি ব্রাঞ্চ অফিসের(Branch post office) কর্মীরা। কলোড়া, চেঁচুয়া গোবিন্দনগর, গৌরা, ফতেপুর , সোনাখালি, পলাশপাই, হাট সরবেড়িয়া ও পাঁচবেড়িয়া শাখা পোস্ট অফিসের কর্মীরা এক হয়ে ধর্মঘটে(strike) ডাক দেন। আন্দোলনকারীদের দাবি, GDS দের ১২, ২৪ ও ৩৬ বছরে তিনটি প্রমোশন(Promotion) দিতে হবে। ১৮০ দিনের ছুটি জমা রাখতে হবে। GDS দের ৮ ঘণ্টার ডিউটি করতে হবে। গ্রামীণ পোস্ট অফিসে কম্পিউটার ও প্রিন্টারের ব্যবস্থা করা সহ ১২ টি দাবি নিয়ে আজ তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানান তারা। তাদের দাবিগুলো যদি না মেনে নেওয়া হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চলবে বলে সাফ জানান অন্দোলনকারীরা।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!