ঘাটালে অবস্থান করে প্রধান শিক্ষকের বদলি আটকাল ছাত্রছাত্রীরা

মন্দিরা মাজি,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: ছাত্রছাত্রী ও অভিভাবকদের অনুরোধে বদলি হওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন ঘাটাল ব্লকের মহারাজপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত। উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে জেনারেল ট্রান্সফারে জলসরা রামকৃষ্ণ হাইস্কুলে যেতে চেয়েছিলেন। কিন্তু ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার মানুষজনের ভালোবাসার টানে স্কুল ছেড়ে যেতে পারলেন না। তাঁদের অনুরোধে বদলি হওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিলেন তিনি নিজেই। সুভাষবাবু বলেন, ২০০১ সালে এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। যখন আমি যোগদান করি তখন স্কুলের পরিকাঠামো খুব একটা উন্নত ছিল না। ছাত্রসংখ্যাও ছিল খুবই নগণ্য।

ধীরে ধীরে এলাকাবাসীর সহযোগিতায় এবং আমার সহকর্মীদের সহযোগিতায় স্কুলের সার্বিক ও পরিকাঠামোগত নানান পরিবর্তন করি। এলাকার মধ্যে উল্লেখযোগ্য বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করি। তখন থেকেই আমার প্রতি এলাকার মানুষের একটা হার্দিক সম্পর্ক তৈরি হয়। কিন্তু সে সম্পর্কের টান যে এতটা গভীর তা আজ প্রমাণ হল। এমনকি আমার ছাত্রছাত্রীরা যে আমাকে এতটা শ্রদ্ধা করে ও ভালোবাসে তা আমার কাছে আজ অনেকটাই স্পষ্ট হল।
ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ভালোবাসায় অভিভূত হয়ে তিনি বলেন, আগামীকাল ১ অক্টোবর জলসরা হাইস্কুলে যোগদান করার কথা ছিল। সে কারণেই আজ ৩০ সেপ্টেম্বর স্কুল থেকে বিদায় নেওয়ার জন্য স্কুলে যাই। স্কুলে গিয়ে দেখি এলাকার মানুষজন, অভিভাবক ও ছাত্রছাত্রীরা আমাকে বিদায় না দেওয়ার জন্য স্কুলের সামনে ভিড় করেছেন। তাঁরা চান আমি যেন আমার কর্মজীবনের শেষ কয়েকটি বছর এই বিদ্যালয়েই কাটিয়ে দিই। এইভাবে প্রায় চার ঘণ্টা তাঁরা স্কুলের সামনে বসে থাকেন। শেষ পর্যন্ত তাদের অনুরোধেই ও ছাত্রছাত্রীদের শ্রদ্ধা,ভালোবাসায় আমি আমার সিদ্ধান্ত বাতিল করি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015