দাসপুরের স্কুলে বিডিও সারপ্রাইজ ভিজিটে গিয়ে ইংরেজির ক্লাস নিলেন

পরিদর্শনের খণ্ডচিত্র

রবীন্দ্র কর্মকার: হাইস্কুলে সারপ্রাইজ ভিজিটে গিয়ে ইংরেজির ক্লাস নিলেন দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু। আজ ২৪ আগস্ট তিনি ওই ব্লকের ভগবানচক পতিরাম শিক্ষানিকেতন(হাইস্কুল) হঠাৎই পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি ঢুকে পড়েন    নবম শ্রেণীর ক্লাসে। সেই সময় নবম শ্রেণীতে  ইংরেজির ক্লাস নিচ্ছিলেন প্র্যাকটিস টিচিঙে আসা এক শিক্ষিকা। ওই শিক্ষিকা চক-ডাস্টার না নিয়ে  ক্লাস করায় বিরক্তি প্রকাশ করেন বিডিও।  তারপর তিনি নিজেও কিছুক্ষণ ক্লাস নেন।   বিডিওকে ক্লাস নিতে দেখতে পেয়ে প্রথমে পড়ুয়ারা কিছুটা ঘাবড়ে গেলেও পরে তাদের বিষয়টি খুবই ভালো লাগে। ওই ক্লাসের  পড়ুয়া ঋতু দোলই, দীপ সাউ এবং শ্রেয়সী মণ্ডল বলে, বিডিও স্যারকে অনেক অনুষ্ঠানের মঞ্চে  দূর থেকে দেখেছি। আজ তিনি যখন আমাদের ক্লাস নিচ্ছিলেন তখন ক্লাস আমাদের খুব ভালো লাগছিল।

প্রায় ৬০০’র মতো পড়ুয়া রয়েছে ওই স্কুলে। স্কুলের বেশ কিছু অসঙ্গতি বিডিও’র নজরে আসে বলে জানা যায়। তার মধ্যে ছিল মিড-ডে মিল ও স্কুল লাইব্রেরি। ওই দিন বিডিও স্কুলের মিড-ডে মিলের হিসেব চেক করে চাল উদ্বৃত্ত দেখে ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে স্কুলের গ্রন্থাগারে পড়ুয়াদের উপস্থিতি কেন কম থাকে সেবিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চান।

ওই স্কুলের টিআইসি পলাশ কয়াল বলেন, সারপ্রাইজ ভিজিটে বিডিওসাহেব আসায় আমরা প্রথমে একটু অপ্রস্তুতে পড়ে গিয়েছিলাম। তবে তিনি আসতে আমাদের বেশ ভালোই লেগেছে। তাঁর পরামর্শ  ও নির্দেশ আমরা আগামী দিনে মেনে চলব।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!