দিনের আলোয় সাইকেল চুরি করে পালাল চোর, সিসি ক্যামেরায় ধরা পড়ল চুরির দৃশ্য

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ভরদুপুরে দুপুর প্রায় দেড়টা নাগাদ সাইকেল চুরি করে পালাল চোর।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
সিসি ক্যামেরার ফুটেজে(cc tv camera) ধরা পড়ল সেই চুরির দৃশ্য। একেবারে দিনের আলোয় অফিসের(Office) নীচে দাঁড় করিয়ে রাখা সাইকেল চুরি করে সেই সাইকেলে চড়েই পালাল চোর। ঘটনা দাসপুরের(Daspur)। ঘাটাল পাঁশকুড়া সড়কে(Ghatal Panskura road) দাসপুর পীরতলার আগে এলআইসি বিল্ডিং(LIC building)। ওই বিল্ডিং এর এক রুমে চলে ছাত্রছাত্রীদের(Students) প্রাইভেট টিউশন। আজ শুক্রবারও অন্যান্য দিনের মতোই ছাত্রছাত্রীরা বিল্ডিং এর নীচে তাদের সাইকেলগুলি দাঁড় করিয়ে পাঠশালায় পড়তে বসে। পড়া শেষে এক ছাত্রী দেখে তার সাইকেল নেই। ওই বিল্ডিং এ কর্মরত ফ্লিপকার্ট হেলথপ্লাসের এক কর্মী সন্তু ভুক্তা বলেন, সিসিটিভিতে ওই চুরি ধরা পড়েছে। তিনি আরও জানান, হঠাৎই এক ব্যক্তি হেঁটে হেঁটে বিল্ডিঙের নীচে এসে এদিক-ওদিক তাকাতে শুরু করেন। তারপরই অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে একটি সাইকেল নিয়ে সেই সাইকেল চড়ে উধাও ওই ব্যক্তি। ছুটির পর খোঁজ পড়ে সাইকেলের। নির্দিষ্ট জায়গায় সাইকেলটি দেখতে না পেয়ে মাথায় হাত ওই ছাত্রীর। এলআইসি বিল্ডিঙে লাগানো সিসি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। পরে সিসি ক্যামেরার ফুটেজ চেক করতেই দিনের আলোয় চুরির সেই দৃশ্য দেখে হতবাক এলআইসি অফিসের কর্মী(Staff) থেকে ছাত্রছাত্রীরা সকলেই।

অন্যদিকে দিনে দুপুরে এমন চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর এলাকায়। থানায় লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।