৫০ হাজার টাকা রাস্তায় কুড়িয়ে ফিরিয়ে দিল ঘাটালের দুই বালক

সংহিতা শিরোমণি: সততা এখনও হারিয়ে যায়নি, তা আবারও একবার প্রমাণিত হল। টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে ফিরিয়ে দিল ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডের দুই বালক। বছর বারোর রাজিবুল মল্লিক এবং শাহরুখ মল্লিক নামে এই দুই বালক গতকাল ২৮ জুলাই সন্ধ্যায় ঘাটাল ফাঁড়ির সামনে খেলছিল। তখনই বাইকের হুক থেকে একটি ব্যাগ পড়ে যায়। সেই ব্যাগে নগদ ৫০ হাজার টাকা ছাড়াও ছিল লটারির বেশ কিছু উইনিং টিকিট ও নতুন টিকিট। সর্বসাকুল্যে মোট মূল্য হবে এক লক্ষ টাকার মতো। ব্যাগটি পেয়ে ভয়ে তারা থতমত খেয়ে যায়। বাড়িতে গিয়ে বিষয়টি বলে। রাজিবুলের বাবা নূর মল্লিক অন্যের মাংস দোকানে কাজ করেন। আর শাহরুখের বাবা শাহআলাম মল্লিকের সাইকেল সারাইয়ের একটি ছোট্ট দোকান রয়েছে। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোলেও সততাকে সঙ্গী করে নিয়ে জীবনযাপন করেন। তাই টাকার ব্যাগ দেখে লোভের বশীভূত হয়ে ঝেঁপে দেওয়ার চেষ্টা করেননি। বরং ফেরৎ দেওয়ার জন্য উদগ্রীব হয়ে পড়েন। প্রতিবেশীদেরও বিষয়টি জানিয়ে রাখেন। আজ সকালে ঘাটাল মহকুমার জনপ্রিয় এক সাংবাদিকের ফেসবুক টাইমলাইনের পোস্ট থেকে টাকার মালিকের নাম জানতে পেরে তাঁর সঙ্গে যোগাযোগ করে ব্যাগটি ফিরিয়ে দেন। ওই দুই বালক এবং তাঁর পরিবারের সদস্যদের সততা দেখে অভিভূত ঘাটাল মহকুমার মানুষ।
ঘটনাটা কী হয়েছিল? ঘাটাল শহরে লটারির টিকিট বিক্রি করেন মসরপুরের রাজু প্রামাণিক। সেই সঙ্গে তিনি গ্রামে লটারির টিকিট হোলসেল করেন। অন্যান্য দিনের মতো গতকাল বিকলে তিনি একটি ব্যাগে লটারির টিকিট বিক্রির টাকা, কিছু উইনিং টিকিট এবং নতুন কিছু টিকিট রেখে সেই ব্যাগটি বাইকের হুকে ঝুলিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। সন্ধ্যার সময় বাড়ি ফিরে দেখেন সেই ব্যাগ নেই। সঙ্গে সঙ্গে জ্ঞান হারানোর উপক্রম হয়। রাত ১১টা নাগাদ ঘাটাল মহকুমার এক সাংবাদিককে তাঁর জনপ্রিয় টাইমলাইনে ওই ব্যাগ হারানোর একটি ভিডিও পোস্ট করানোর ব্যবস্থা করেন। সেই পোস্টটি করানোর জন্যই আমি ব্যাগটি ফিরে পেয়েছি।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।