মাত্র ৬ মাসেই ডাক্তার হবার বিল পাশের (এন.এম.সি বিল) প্রতিবাদ জানালেন ঘাটাল মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা

রবীন্দ্র কর্মকার: ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) বিলের বিরোধিতা করে আজ ৩১ জুলাই প্রতিবাদ জানালেন ঘাটাল মহকুমা হাসপাতালের চিকিৎসকবৃন্দ। সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন আজ সারা দেশজুড়ে নন্ এসেনশিয়াল সার্ভিস বন্ধ রাখার ডাক দেয়। ঘাটাল মহকুমা হাসপাতালের সমস্ত পরিষেবা চালু থাকলেও চিকিৎসকগণ এই বিলের তীব্র প্রতিবাদ জানান। ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার ডাঃ কুনাল মুখোপাধ্যায় এবং ঘাটাল মহকুমায় সদ্য গঠিত চিকিৎসক সংগঠন ‘ঘাটাল ডক্টরস ফোরাম’ এর সাধারণ সম্পাদক ডাঃ হরেকৃষ্ণ পাল অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবি জানান। ঘাটাল হাসপাতালের দুই তরুণ চিকিৎসক ডাঃ দেবাশিস দাস, ডাঃ জিয়াউর রহমান অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সাথে এই বিলের প্রতিবাদ স্বরূপ ঘাটাল হাসপাতালেই একটি পদযাত্রা করেন। তাঁরা বলেন, কেন্দ্রীয় সরকার একটি বিল পাশের মাধ্যমে মাত্র ৬ মাসের একটি ব্রিজ কোর্স করিয়ে লক্ষ লক্ষ হাতুড়ে ডাক্তার তৈরি করতে চলেছে, যারা মর্ডান অ্যালোপ্যাথিক ওষুধ দেবেন রোগীদের। এটা যদি হয় তবে আগামীদিনে চিকিৎসা ব্যবস্থা ভয়ঙ্কর রূপ নেবে। তাই এই বিল প্রত্যাহারের জন্য আমরা সমস্ত চিকিৎসকেরা প্রতিবাদে সামিল হয়েছি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!