নিজস্ব সংবাদাতা: রাজ্যের সেরা তারাদের খোঁজে আকাশ ৮ চ্যানেল খুঁজে নিল খড়ারের আরাত্রিকা মুখোপাধ্যায়কে। ঘাটাল মহকুমায় এই প্রথম কেউ আকাশ আটে গান গাইবার সুযোগ পেল। ১৭ মার্চ দুপুর দেড়টায় আকাশ আটে আরাত্রিকার গান শোনা যাবে। আরাত্রিকা খড়ার গার্লসের ক্লাস টেনের ছাত্রী। পড়াশোনাতে বেশ ভালো। বরাবরই প্রথম হয় ক্লাসে। এছাড়াও নাচ, ছবি আঁকাতেও সমান পারদর্শী সে।
এই মুহূর্তে
ঘাটালে লটারির নাম্বার জালিয়াতি করে টাকা তুলতে গিয়ে ধরা পড়লো এক...
আকাশ দোলই, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: লটারির টিকিটে(Lottery ticket) নাম্বার কারচুপি করে টাকা তুলতে গিয়ে ধরা পড়ল এই ব্যক্তি। ঘাটাল কলেজ মোড়ে(Ghatal college more)...