ঘাটালে নদী পেরিয়ে,পড়শি দুই জেলা দাপিয়ে বেড়াচ্ছে দুই দাঁতাল!

হাতি পাঁকে পড়লে, চামচিকিও নাকি পদাঘাত করে! কিন্তু যদি গজরাজের অবস্থা প্রতিকূল না হয় তাহলে কেবল জঙ্গলে নয় সমানে দাপট থাকে লোকালয়েও৷ পশ্চিম মেদিনীপুরের পরে এবার দলছুট দুই দাঁতাল কখনো রাজ করছে হাওড়ার জয়পুর এলাকায় আবার কখনো হুগলির মাড়খানার গ্রামগুলিতে৷ আর তাদের সামলাতে রিতি মতো ঘাম ছুটছে বনদপ্তরের৷ গতকাল রাতে ঘাটাল পেরিয়ে হাওড়া জেলায় পৌঁছায় দুই দাঁতাল৷ পশ্চিম মেদিনীপুরের সুলতাননগর বিট হাউসের কর্মীরা দল বেঁধে হাতি দুটিকে ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালাতে থাকেন৷ সন্ধা ৬ টা নাগাদ হুলা পার্টির তাড়ায় হাতি দুটি খাল পেরিয়ে প্রবেশ করে হুগলি জেলায়৷ কাল সকালের মধ্যে হাতি দুটিকে পশ্চিম মেদিনীপুরে ফিরিয়ে আনার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!