ঘাটাল: ‘খুনিদের’ গ্রেপ্তারের দাবিতে রাধানগরে পথ অবরোধ

রবীন্দ্র কর্মকার: আজ ২২ জুন সকালে ঘাটাল রাধানগর বাঙালিতলার একটি পুকুর পাড় উদ্ধার হওয়া যুবকটিকে কি সত্যিই খুন করা হয়েছে? বিজেপির পক্ষ থেকে ওই মৃত্যুকে খুনের দাবি করেই আজ সন্ধ্যায় ঘাটাল-ক্ষীরপাই সড়ক পথ অবরোধ করা হয়। রাধানগর বাঙালি পাড়ায় মৃতদেহটিকে রাস্তায় রেখে বিজেপির নেতা ও কর্মীরা পথ অবরোধ করেন। বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ জানা বলেন,মৃত যুবক অজয় মাণ্ডি ওরফে কঙ্কা আমাদের দলীয় সমর্থক ছিলেন। তাঁকে শুক্রবার রাত্রে বাড়ি থেকে তৃণমূলের কর্মীরা তুলে নিয়ে গিয়েছিল। এদিন সকালে একটি পুকুরের পাড় থেকে তাঁর হাত-পা ভাঙা অবস্থায় ঝুলন্ত দেহ পাওয়া যায়। এথেকেই পরিষ্কার অজয়কে বিজেপি করার জন্য খুন করা হয়েছে। সেজন্যই  খুনীদের গ্রেপ্তারের দাবিতে এদিন পথ অবরোধ করি। যদিও তৃণমূল জানিয়েছে, ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বিজেপি রাজনীতি করার জন্য ওই সব করছে। প্রসঙ্গত, আজ সকালে রাধানগর বাঙালিপাড়ার ব্রজমোহন চক্রবর্তীর পুকুরের পাড় থেকে অজয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার শরীরের বহু জায়গায় রক্তের দাগ ছিল। ঘাটাল থানার পুলিস জানিয়েছে, এনিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ এলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন মিনিট দশেক অবরোধ চলে। বিজেপি নেতা রামকুমার দে বলেন,  পুলিশ দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নিই।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!