ঘাটাল পুরসভায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান শুরু

নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গু প্রতিরোধ অভিযানে নামল ঘাটাল পুরসভা। আজ ১৫ জুলাই ঘাটাল শহরের ৪ নম্বর ওয়ার্ড থেকে ওই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ, ওই ওয়ার্ডের কাউন্সিলার অশোক সাহা, দুই স্যানেটারি ইন্সপেক্টর অসীমকুমার আদক এবং সঞ্জয়কুমার দে সহ পুরসভার অন্যান্য কর্মীরা। চেয়ারম্যান বলেন, বিগত দুবছরে আমাদের পুরসভায় কোনও ডেঙ্গু হয়নি। এবছরও যাতে না হয় সেজন্য এখন থেকেই এই অভিযান। এই অভিযান প্রত্যেকটি ওয়ার্ডেই ২৮জুলাই পর্যন্ত চলবে।  

এদিন মশার আতুঁড় ঘর রয়েছে বা হতে পারে এমন সব সন্দেহজনক এলাকার ব্লিচিং, ফিনাইল ছড়ানো হয়। মশা মারা স্প্রে দেওয়া হয় এবং মশা তাড়ানো কামানও ব্যবহার করা হয় বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!