দাসপুরে প্রথম স্কুলে দাবা প্রতিযোগিতার আসর! অংশনিয়ে উচ্ছসিত পড়ুয়ারা

সুদীপ্ত শেঠ, সোনাখালি: স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শ্রেণি ভিত্তিক দাবা প্রতিযোগিতার আসর বসলো দাসপুর-২ ব্লকের সোনাখালি উচ্চ বিদ্যালয়৷ আন্তর্জাতিক স্তরের নিয়ম নীতি মেনে ওই খেলা পরিচালনার দ্বায়িত্ব নেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই৷ ১২০ জন প্রতিযোগীকে নিয়ে খেলা শুরুর পরে চুড়ান্ত পর্বে মোট ৪০ জন প্রতিযোগীকে বেছে নিয়ে নির্নায়ক ম্যাচগুলি অনুষ্ঠিত হয়৷ ছাত্রছাত্রীদের দাবা খেলায় উৎসাহিত করতে ওই খেলার আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নদীয়ারচাঁদ জানা৷ ওই স্কুলের সহকারী শিক্ষক শক্তিপদ মন্ডল, সবুজবরণ ঘোষ, রামকৃষ্ণ কর একই সুরে বলেন, আমাদের স্কুল মহকুমার মধ্যে সেরা স্কুলের তকমা পেয়েছিল৷ স্কুলের ছাত্রছাত্রীরা জেলা রাজ্য এমন কী জাতীয় স্তরে ক্রিড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে৷ দাবা খেলায় যাতে পরবর্তী ক্ষেত্রে স্কুলের ছাত্রছাত্রীরা বৃহৎতর মঞ্চে অংশনিতে পারে তাই খেলার পুঙ্খানুপুঙ্খ নিয়ম কানুন মেনে খেলাটি পরিচালনা করা হয়েছেল৷

স্কুলের এই উদ্যোগে খুশি স্কুলের পড়ুয়ারাও,তাঁদের বক্তব্য [quote style=’1′ cite=”]দাবা খেলার নিয়ম নীতি সম্পর্কে আমরা সঠিক জানতাম না! স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আমাদের সুন্দর করে বিষয়টি শিখিয়ে দিয়েছেন৷ আগামী দিনে যদি সুজোগ হয় তবে দাবা খেলার আসরে অবশ্যই আমরা অংশগ্রহন করবো৷[/quote]দাবা খেলার নিয়ম নীতি সম্পর্কে আমরা সঠিক জানতাম না! স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আমাদের সুন্দর করে বিষয়টি শিখিয়ে দিয়েছেন৷ আগামী দিনে যদি সুজোগ হয় তবে দাবা খেলার আসরে অবশ্যই আমরা অংশগ্রহন করবো৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।