বেদ ও পুরানের গল্প দিয়ে মন্ডপ,রঙিন সুতোর প্রতিমা তৈরি করে চমক রাখছে দাসপুরের বেলডাঙা সর্বজনীন

সুদীপ্ত শেঠ, বেলডাঙা: সরকারী ও বেসরকারী সংস্থার বিচারকদের মন জয় করে মহকুমার মধ্যে সেরা প্রতিমা গড়ে বিগত বছরগুলিতে পুরস্কার পেয়েছে দাসপুরের চাঁইপাট বেলডাঙা সর্বজনীন দুর্গোৎসব কমিটি৷[quote style=’1′ cite=”]৪০ তম বর্ষে এবার কেবল শুধু প্রতিমা নয়, মন্ডপে চমক রাখতে চলেছে বেলডাঙা সর্বজনীন পুজো কমিটির উদ্যোগতারা৷[/quote] ৪০ তম বর্ষে এবার কেবল শুধু প্রতিমা নয়, মন্ডপে চমক রাখতে চলেছে বেলডাঙা সর্বজনীন পুজো কমিটির উদ্যোগতারা৷ প্রাচীন ইতিহাস থেকে বেছে নেওয়া বেদ ও পুরানের গল্পই এবার ফুটে উঠবে মন্ডপের আনাচে-কানাচে৷ ওই কাজের জন্য ব্যবহার করা হবে বাঁশের মন্ড, উল, ফেলে দেওয়া কাপড়ের টুকরো, প্লাস্টিকের বোতল এমন হরেক জিনিস৷ প্রতিমা তৈরি হবে রঙিন সুতো দিয়ে৷ সুতো দিয়ে প্রতিমা মহকুমায় নতুন না হলেও রঙিন সুতোর নিখুঁত কাজ দর্শক থেকে বিচারক সকলের মন জয় করে নেবে দাবি আয়োজকদের৷ পুরো কাজের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় আট লক্ষ টাকা৷ ওই টাকার বেশির ভাগ চাঁদা হিসেবে তোলা হয়েছে সদস্যদের কাছ থেকে৷ প্রতি বছরের মতো এবারেও ভিন্ন রাজ্যে থাকা স্বর্নশিল্পীরা অর্থ সাহায্য করেছেন৷ ওই পুজো কমিটির সদস্য দেবাশিষ দাস, সুজয় কোলে, রিন্টু সামন্ত প্রমুখ কর্মকর্তা বলেন, গত বছর আমরা ব্যয় কমিয়ে বন্যা বিপর্যস্থ ঘাটাল মহকুমার মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম৷ ওই বছর সে অর্থে মন্ডপে তেমন চমক ছিল না৷ এ বছর আমাদের মন্ডপে মানুষের ঢল নামবে আশা রাখছি৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!