লোকগীতি প্রতিযোগিতায় জেলায় প্রথম হয়ে রাজ্যে যাচ্ছে দাসপুরের হাট সরবেড়িয়া স্কুল

সুদীপ্ত শেঠ, দাসপুর: জেলা স্তরে লোকগীতি প্রতিযোগিতায় প্রথম হয়ে রাজ্যে যাচ্ছে দাসপুরের হাট সরবেড়িয়া ডাঃ বিধান চন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতন৷ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক থেকে বিদ্যালয়গুলিকে প্রাথমিক ভাবে বেছে নিয়ে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ জেলা স্তরে লোকগীতি বিভাগে দলগত ভাবে ঝুমুরগান পরিবেশন করে সকল বিচারকদের মন জয় করে নিতে সমর্থ হয় দাসপুরের ওই স্কুলের ছাত্রছাত্রীরা৷ বিদ্যালয়ের শিক্ষক সুভাষ দাস বলেন, প্রতিযোগিতাকে সামনে রেখে আমাদের বিদ্যালয়ের নবম-একাদশ শ্রেণির ছাত্রীরা বেশ কিছুদিন ধরে নিবিড় অনুশীলন করছিল৷ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগী সঙ্গীতা গোস্বামী, মালা হাজরা, প্রিয়া মান্না, স্বর্ণালী মাইতি, অনন্যা শাসমলরা একযোগে বলে, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আমাদের সব সময় পাশে থেকে ভুলত্রুটিগুলি সংশোধন করে দিয়েছিলেন, তাই জেলায় আমাদের উপস্থাপনা করতে কোন রকম সমস্যা হয়নি৷ স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক, সহ-শিক্ষক সবুজ বরণ চক্রবর্তী, তুলু ঘোষ, অসিত বরণ মাজী, দিলীপ মান্ডি, ব্রততী ঘটক একই সুরে বলেন, স্কুলের সাফল্যে আমরা খুশি৷ রাজ্যস্তরে ছেলেমেয়েরা ভালো ফলাফল করবে আশা রাখছি৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।