ঘাটালের সুদীপ মণ্ডল হলেন ‘বাংলার যুব শক্তি’ কর্মসূচির তিন পুরসভার কো অর্ডিনেটর

অরুণাভ বেরা: নয়া মডেলে রাজ্যজুড়ে যুব নেটওয়ার্ক তৈরি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ঘাটাল, ক্ষীরপাই  ও রামজীবনপুর পুরসভার এই কর্মসূচির মূল দায়িত্বে তথা কো অর্ডিনেটর হয়েছেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সুদীপ মণ্ডল (বুম্বা)। ইতিমধ্যে অভিষেকবাবু যুব নেতাদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন। এই কর্মসূচির নাম ‘বাংলার যুব শক্তি’। জনমুখী সহায়তা গড়ার লক্ষ্যে এক লক্ষ পঁচিশ হাজার যুবককে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার কাজ চলছে। এর জন্য রাজ্যকে পাঁচটি জোনে ভাগ  করা হয়েছে। জোনের আওতায় থাকছে জেলা কমিটি। এর আওতায় থাকবে ফিল্ড কমিটি। ১৮ থেকে৩৫ বছরের যুবদের এই নেটওয়ার্কে যুক্ত করা হবে। ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করা হবে। সুদীপবাবু বলেন, এটি একটি অরাজনৈতিক গঠন, যারা সবসময় মানুষের সাহায্যে এগিয়ে যাবে সক্রিয়ভাবে। জেলায় ১২ জনের মনিটরিং কমিটি তৈরি হয়েছে। এই কমিটির সদস্য সুদীপবাবু বলেন,  মনিটরিং কমিটির সদস্যরা বিভিন্ন ব্লক এবং পৌরসভার কর্মসূচির দায়িত্বে থাকবেন। আমাকে এই কর্মসূচির কো অর্ডিনেটর করা হয়েছে ঘাটাল, ক্ষীরপাই রামজীবনপুর পৌরসভার। একটি পুরসভায় পাঁচজন ফিল্ড ইউনিট মেম্বার থাকবে, এরাই টাউন মনিটরিং কমিটির সদস্য। এরা প্রত্যেকে ৬০ থেকে ১০০ জন করে সদস্য নথিভুক্ত করবেন।

সুদীপবাবু বলেন যাদের এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে  তারা হবেন ফিল্ড ইউনিট মেম্বার। এরা থাকবেন এলাকার দশটি পরিবারের দায়িত্বে। বিভিন্ন  জনমুখী কাজ যেমন পুরসভার কোন কাজে সহায়তা করা ,কোন বৃদ্ধ-বৃদ্ধার বার্ধক্য ভাতা এনে দেওয়া ,গ্যাস বুকিং করা, বাচ্চাকে স্কুলে ভর্তি করতে সহায়তা করা র মত বিভিন্ন দৈনন্দিন কাজে মানুষকে সরাসরি সাহায্য করা হবে বলে উদ্যোগী  যুব নেতা সুদীপ বাবু জানান।  এই কর্মসূচির ফলে যুবকদের উদ্যম শক্তি আরো বাড়বে বলে সংশ্লিষ্ট মহল মনে করে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!