দাসপুরে রেশন দোকানের প্যানেল নিয়ে দুর্নীতির অভিযোগে, ঘাটালে বিক্ষোভ

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল:  রেশন দোকানের প্যানেল নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে দাসপুরের শতাধিক মানুষ ঘাটালের খাদ্যদপ্তর ঘেরাও করে ডেপুটেশন দিলেন। অন্যদিকে খাদ্য দপ্তরের তরফে সাফ জানিয়ে দেওয়া হল বিন্দুমাত্র দুর্নীতির অবকাশ নেই,যক হয়েছে সবই নিয়ম মেনে। আর এ নিয়েও আজ বামেদের ধর্মঘটের মাঝেই উত্তাল ঘাটাল।

দাসপুর ১ নম্বর ব্লকের দামোদরপুর,ইশলামপুর,শান্তিপুর গোবিন্দপুরের মতো ১২ টি গ্রামের রেশন সংক্রান্ত সমস্যা ছিল বহুদিনের সেই সমস্যা নিয়ে আমরা স্থানীয় সংবাদ এর পক্ষে প্রথম এলাকার মানুষের রেশন নিয়ে সমস্যার কথা তুলে ধরি। দেখা যায় দাসপুরের দামোদর পুরের মতো আশপাশের একাধিক গ্রামের বাসিন্দাদের রেশন নিতে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূরে যেতে হয়। অথচ নিয়ম গ্রাহকদের নাগালের মধ্যেই থাকতে হবে রেশন দোকান। আর এই খবরের প্রেক্ষিতেই তড়িঘড়ি মহকুমা খাদ্য নিয়ামক দপ্তরের তরফে ওই এলাকায় নতুন রেশন দোকানের ডিলারসিপ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নতুন রেশন দোকানের প্যানেল তৈরির ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু স্থানীয় গোবিন্দপুর নেতাজী সমবায় সমিতি ও তার গ্রাহকরা অভিযোগ তোলেন এই রেশন দোকানের প্যানেল নিয়ে দূর্নীতি করেছে খাদ্য দপ্তর। আর আজ সোমবার সেই দুর্নীতির বিরুদ্ধেই সোচ্চার হয়ে মহকুমা খাদ্য দপ্তরে ডেপুটেশন দিলেন শতাধিক এলাকাবাসী। তবে খাদ্য ও সরবরাহ দপ্তরের ঘাটাল মহকুমা নিয়ামক দীপ্তি বাউরি বলেন, দামোদরপুর এলাকায় রেশন দোকানেরপ্যানেল তৈরি নিয়ে কোনও অনিয়ম হয়নি। সমবায় সমিতির গোডাউন ভালো ছিল না। অন্যান্য নির্ণায়কের মানদণ্ডগুলিও ঠিক না থাকায় সমবায়কে প্যানেলে প্রথমে রাখা সম্ভব হয়নি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015